[quote author=RIFAT50 link=topic=63189
আপনার এই সাধুবাদ জানানো পর্যন্তই শেষ। জুনায়েদ আহমেদ পলক সাহেব এটা নিয়ে ভেবেছেন, এটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু ওনার একার কথায় কিছুই হবে না। বাংলাদেশ ব্যাংকে কতগুলো গর্ধভ বসে আছে। বাংলাদেশ ব্যাংকে যতক্ষন পরিবর্তন না আসে, কোনো কাজ হবে না। বাংলাদেশে বিটকয়েন বৈধ কবে হবে সেটা কেউ বলতে পারবে না। আমরা বেচে থাকতে হয় কিনা, সেটা সন্দেহ আছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রীও বলেছেন যে আমরা ব্লকচেইন টেকনোলজি নিয়ে কাজ করছি। কই? কোনো খবর পেয়েছেন?
সঠিক ধরেছেন ভাই। ২০১৩ সাল থেকে তারা পেপাল পেপাল বলে চিল্লাচ্ছে। শেষে দিলো জুম। ডিজিটার কারেন্সি হিসেবে বুঝিয়েছে
উপায়, িএটা ব্লকচেইন টেকনোলজি দিয়ে বিল্ড করা।
বাংলাদেশ সহ আরো ৫ টি দেশে বিটকয়েন কে অবৈধ বলা হয়েছে দেশগুলো হলো ভিয়েতনাম, আইলেন্ড, বলিভিয়া, ইকোয়াডর, কিরগিজস্তান এবং বাংলাদেশ এই দেশগুলো মনে করে যে এটি একটি ধ্বংসাত্মক প্রযুক্তি এবং যেহেতু সব বিটকয়েন এক্সচেঞ্জ যা ব্যবহারকারীদের বেনামে ট্রেড করার অনুমতি দেয়, তাই, অবৈধ অর্থ আদান-প্রদান, মাদকদ্রব্য বিক্রয়, ট্যাক্স পরিশোধ থেকে নিজেকে লুকাতে, এবং আরও অবৈধ কার্যক্রমের জন্য বিটকয়েন ব্যাবহার হতে পারে তাই তারা বিট কয়েনকে বৈধতা দেয় না তবে ধিরে ধিরে অনেক দেশ-ই বিট কয়েনকে বৈধ বলে ঘোশনা করছে যেমন জাপান ও অস্ট্রেলিয়া বিট কয়েনকে বৈধ করে দিয়েছে এবং বিট কয়েনের উপর থেকে কর অপসারন করেছে ।