শুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত।
১ মিলিয়নে পৌছানো খুব বেশি কিছু নয়। এইটা শুধু বর্তমান অল টাইম হাই থেকে ~২০ গুনের চেয়েও কম। হতেই পারে। তবে প্ল্যান বি এর কথা যদি বলি, আপনি হয়ত জানেন যে তার S2F মডেল প্রথমবারের মত ফেইল হয়েছে। তার মতে ২০২১ এ বিটকয়েন ১ লক্ষ ডলার যাওয়ার কথা। যাই হোক, যারা লং টাইম প্ল্যান করছেন তারা অবশ্যই লাভবান হবেন এইটা নিশ্চিত।
আপনি কিন্তু ঠিক বলেছেন ভাইয়া। ১ মিলিয়নে যাওয়া টা খুব বেশি কিছু নয়। বর্তমান এর এভারেজ হিসাব করলে দেখা যায় প্রায় ২০x ও হয় না । এটা আরো অনেক বেশি কিছুর ব্যাপার না । স্বাভাবিক একটা ব্যাপার। ২০x কেনো শুধু এটা মেভি আরো বেশি হবে । মার্কেট থমকে গেছে বলতে পারেন এটা না। কিন্তু বছরের শুরুতে একটু খারাপ অবস্থা তে থাকে সবই । ১ মিলিয়নে পৌঁছে যাবেই দেখতে পারবেন সামনে। ২০২১ সালে ১ লক্ষ হবে এমন মন্তব্য অনেক পড়েছিলাম। কিন্তু হয়নি। কিন্তু এখন মার্কেট ২০২২ এ একটু খারাপ অবস্থাতে আছে এখান থেকে উঠে আসবে। লং টাইম প্লান করেছে তকরা লাভোবান হবেই।