Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
DVlog
on 24/01/2022, 15:27:44 UTC
আমি জানিনা এটা কেনো কিভাবে করে কিন্তু পোস্ট স্পাম্মিং না হলেও ডিলিট করে দেওয়া সেই সাথে কিছু দিনের জন্যে বান করে রাখা মানতে পারছি না।
আপনাকে কেন ব্যান করা হয়েছিল? কিছু জানেন কি? আপনি কি ব্যান আপিল করেছিলেন? আমার মনে হয় না একবারে কোন কারণ ছাড়া আপনাকে ব্যান দিবে কিংবা আপনার পোস্ট ডিলিট করে দিবে। আপনি যদি নিয়মানুসারে পোস্ট করেন তাহলে তো ডিলিট হওয়ার কথা না। তবে আবার অনেকেই একটানা একজনের পোস্ট রিপোর্ট দেয়। তখন মনে হয় ঝামেলা।

আমার জানামতে মডারেটরা ফোরামের বিভিন্ন সেকশনে যায় পরিস্তিতি দেখতে।  যদি তারা মনে করে কোন মেম্বার স্পাম বা লো কোয়ালিটি পোস্ট করছে তাহলে তা ডিলিট করে দেয়। অনেক ক্ষেত্রে তারা সেই মেম্বারের বিগত পোস্টগুলোও দেখে সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে যে কেউ রিপোর্ট করলেই পোস্ট ডিলিট হবে সেরকম নয়। পোস্ট রিমুভ বা ব্যান করা একান্তই মডারেটরের সিদ্ধান্তে হয়।