আমি কোন হার্ডওয়্যার ওয়ালেট আনিনাই। তবে আমি যে গ্রুপে আছি সে গ্রুপের প্রায় সবার সেফপালের হার্ডওয়্যার ওয়ালেট কাস্টমস আটকে দিয়েছিলো দ্বিতীয়বার যারা ওয়ালেট আনার চেষ্টা করেছিলো। আমার গ্রুপ থেকেই প্রায় ২০ এরও বেশি ওয়ালেট এভাবে আটকে যায় দ্বিতীয় চালানের যা কেউ আনতে যাবার সাহস করেনাই বলেই জানি। তবে প্রথমবার যারা এনেছিলো তাদের কোন সমস্যা হয়নি। এ বিষয়ে এখন গ্রুপে আলোচনা হয় এবং অনেকেই ইন্ডিয়ান আত্নীয়ের ঠিকানা ব্যবহার করে ওয়ালেট আনার চেষ্টা করছে বলে শুনেছি।
খারাপ লাগলো শুনে। সেইফপাল মোটামুটি সেইফ ছিল বাংলাদেশে নিয়ে আসা। আমি পোস্ট অফিস থেকে কালেক্ট করেছিলাম। খুব বেশি ঝামেলা হয় নি। আপনার কি গ্রুপ? শেয়ার করা যাবে কি? ইনবক্সে শেয়ার করতে পারেন।
আমাকে রেড টাস্ট দেওয়া আমার POA পোস্ট একজনে কপি করে সে সব কিছু পরিবর্তন করে কিন্তু আমার ওয়ালেট টা পরিবর্তন করে না। সে কারনে আমাকে রেড টাস্ট দেওয়া হয়। এই রেড টাস্ট কি উটানো যাব আমি কোন চিটিং করি নাই। যদি কেউ জানেন তাহলে একটু সাহায্য করবেন প্লিজ
যদি ওইটা আসলেই আপনার একাউন্ট না হয় তাহলে যাবে। আপনি কি যারা আপনাকে রেড ট্রাস্ট দিয়েছে তাদেরকে ব্যাপারটা বুঝানোর চেষ্টা করেছেন? কিংবা রেপুটেশন বোর্ডে সুন্দর করে একটা থ্রেড করতে পারেন আপনার ব্যাপারটা নিয়ে। তাহলে আশা করি নেগেটিভ ফিডব্যাক তুলে দিবে।