Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 05/02/2022, 16:32:53 UTC
কিন্তু আমার কেনো যেনো মনে হচ্ছে এটা একটা ”ডেড ক্যাট জাম্প”। আপনাদের কি অবস্থা। মোটামোটি ১০% আপ হয়েছে আজকে। বিভিন্ন এক্সচেন্জ এ ভালো ভলিয়মের ট্রেড হয়েছে। সবাই এতো বেশি এক্সপেকটেশান রেখেছে যে এখন ২-৩% ডাউন হলেই ভিতরে চিপ মারে ভাই। মনে হয় আজকে আবার ১০কে রেড ক্যান্ডেল দেখবো।

এটা ডেডক্যাট বাউন্স এবং এই বিষয়ে আমিও কিছুটা একমত। যদিও এটি ডেডক্যাট বাউন্স, কিন্তু একদিনে ১০% এর ডাম্প আমি আশা করতেছি নাহ। হয়তো আবার ডাম্প করবে যদি সামনের রেজিস্ট্যান্টগুলো ভেঙ্গে সেগুলো সার্পোর্ট লেভেল না বানাইতে পারে। এছাড়াও আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, ফেব্রুয়ারীতে একটি পাম্প দেখতে পারবো এবং এটি শুরুতে কিংবা শেষে হবে। আশা করতেছি, এটিই সেই পাম্প এবং আবার ৫০ হাজার স্পর্শ করার পর ডাম্প হবে।  Wink

ফেব্রুয়ারীতে পাম্প হতে পারে, এটি অবশ্য অনেক আগেই টেলিগ্রামে বলেছি: https://t.me/bitbytecrypto/21389
এবং এখানেও বলেছিলাম:  Smiley
তবে আমি মনে করি, এইমাসে বিটকয়েন একটু হ্রাসের দিকেই থাকবে এবং পরবর্তী মাস থেকে আবার ভালো ধরনের বৃদ্ধি দেখা যাবে।