আমাদের বোর্ডে যারা এক্টিভ আছেন তাদের উদ্দেশ্য করে বলা, দয়া করে সবাই তাদের মতামত জানাবেন-
আমি আজকে একটা পার্সোনাল মেসেজ পেয়েছি। একজন ব্যবহারকারী আমাকে বলতেছে মেটা তে বাংলাদেশী বোর্ডের জন্য আবেদন করতে। আবেদন করা তো কোন ব্যাপার না। কিন্তু সেখানে সবার এক্টিভ সাপোর্ট লাগবে।
সাপোর্ট বলতে সেখানে আপনাদের সবাইকে কমেন্ট করে জানাতে হবে আপনারা লোকাল বোর্ড চান কিনা। পর্যাপ্ত সাপোর্ট দেখলে থিমস বা ফোরাম এডমিন অবশ্যই সেটা বিবেচনা করবে।
আমার মনে হয় আমাদের এই লোকাল থ্রেড এ আরো এক্টিভেট বাড়াতে হবে। যারা ভালো রাঙ্ক ও ভালো রেপুটেড তাদেরকে এই থ্রেড এ আকৃষ্ট করতে হবে এবং তাদেরকে এখানে একটিভ করতে হবে। প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 টা অ্যাক্টিভিটি করতে হবে। তারপর এপ্লাই করে সবাই মিলে সাপোর্ট করলে তখন লোকাল বোর্ড পাওয়া যেতে পারে। এর আগে এমডিওয়ানলাইনার সম্ভবত চেষ্টা করেছিলেন তখনো হয় নাই বারবার আমরা যদি রিজেক্টেড হই, তাহলে আমরা হয়তো আর কখনোই লোকাল বোর্ড পাব না। কাজেই আমাদেরকে আট সাট বেঁধে নামতে হবে।
আসলে বাংলাদেশ লোকাল বোর্ড মোটামুটি এক্টিভিটি দেখা যায় অন্যান্য লোকাল বোর্ডের তুলনায়।
ভাই আপনার বুঝতে সমস্যা হয়েছে। এটা আমাদের লোকাল বোর্ড নয় এটা আমাদের লোকাল থ্রেড।