আসলে বাংলাদেশ লোকাল বোর্ড মোটামুটি এক্টিভিটি দেখা যায় অন্যান্য লোকাল বোর্ডের তুলনায়। সব সময় আমাদের লোকাল বোর্ড সবার লোকাল বোর্ড তালিকার উপরে দেখা যায়। আর মেইন বোর্ডে যদি বাংলাদেশ আনা যায় হয়তো আরোও এক্টিভ মেম্বার এর সংখ্যা বাড়বে।
আর এই বোর্ডের মোডারেটর বা পুরাতন মেম্বাররা কোনো প্রতোযোগিতা বা কনটেস্ট বা রিসোর্স শেয়ার আরও করলে ভালো হতো, এতে এই বোর্ডটি একটা পুর্নতা পেতো আর কি।
ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমাদের থ্রেড আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। এখন মোটামুটি মানের আলোচনা হয়। হয়ত অদুর ভবিষ্যতে সেটা আরো বাড়বে। তবে, আমরা এখনো অনেক পিছিয়ে। সম্প্রতি লোকাল বোর্ড/থ্রেডের তথ্য ও উপাত্ত থেকে দেখা যায় আমরা মোটামুটি কয়েকটা লোকাল বোর্ড থেকে এগিয়ে থাকি। তবে আমাদের অবশ্যই আরো বেশি এক্টিভিটি লাগবে এইটাও ঠিক।
কি ধরনের কনটেস্ট চাচ্ছেন? আইডিয়া শেয়ার করতে পারেন। আর রিসোর্স এর ব্যাপারটা আসলে একটু ভিন্ন। অনেকেই চেষ্টা করে তথ্যবহুল পোস্ট করার জন্য কিন্তু আলোচনা ওই কেন্দ্রীক না হলে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলে।
আমার মনে হয় আমাদের এই লোকাল থ্রেড এ আরো এক্টিভেট বাড়াতে হবে। যারা ভালো রাঙ্ক ও ভালো রেপুটেড তাদেরকে এই থ্রেড এ আকৃষ্ট করতে হবে এবং তাদেরকে এখানে একটিভ করতে হবে। প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 টা অ্যাক্টিভিটি করতে হবে। তারপর এপ্লাই করে সবাই মিলে সাপোর্ট করলে তখন লোকাল বোর্ড পাওয়া যেতে পারে। এর আগে এমডিওয়ানলাইনার সম্ভবত চেষ্টা করেছিলেন তখনো হয় নাই বারবার আমরা যদি রিজেক্টেড হই, তাহলে আমরা হয়তো আর কখনোই লোকাল বোর্ড পাব না। কাজেই আমাদেরকে আট সাট বেঁধে নামতে হবে।
একমত না হয়েও উপায় নেই। এইটা ঠিক যে আমাদের এক্টিভিটি অনেক কম তবে সেটা বেশ কিছু লোকাল
বোর্ড থেকে বেশি। আমাদের এইখানে আসলে আলোচনা খুব বেশি হয় না। এর জন্য অবশ্য অনেক কারন রয়েছে। একটি থ্রেডে আলোচনা আসলে খুব একটা জমে না। দেখা যায় অন্যান্য পোস্টের ভীড়ে ভালো তথ্যগুলো হারিয়ে যায়।
যাই হোক, আমরা সবাই এক্টিভ হলে আমার মনে হয় এইটা কোন ব্যাপার না। লোকাল থ্রেডে সবাই যদি তথ্যবহুল আলোচনা করি তাহলে থিমস অবশ্যই কনসিডার করবেন।
কিন্তু এগুলোর জন্য কি করা যায়? টেলিগ্রাম গ্রুপ করে নিজেদের মধ্যে আলোচনা করলে কেমন হয়? সবার মতামত আশা করছি।
বিশেষ দ্রষ্টব্যআমাদের এইখানে আপনারা যদি কোন পোস্ট মেরিট পাওয়ার যোগ্য মনে করেন তাহলে অবশ্যই মেরিট শেয়ার করবেন। আমি আবারো বলছি যদি মেরিট পাওয়ার
যোগ্য হয়। এতে আমাদের লোকাল বোর্ডে আশা করি এক্টিভিটি বাড়বে এবং পোস্টের কোয়ালিটিও বাড়বে।