Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 24/03/2022, 02:57:43 UTC
⭐ Merited by wtsimis (1)
এখানে আমার একটা প্রশ্ন আছে 30 তারিখের পরে ভিপিএন ব্যবহার  করে  GATE IO ব্যবহার করা যাবে না?

ফিনান্সিয়াল সাইট গুলো ভিপিএন ব্যবহার না করাই ভালো।  কারণ তারা যদি আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলে তখন আপনি কিভাবে করবেন।  তাছাড়া ভিপিএন এ একেক সময় একেক আইপি শো করবে।  সুতরাং ভিপিএন ব্যবহার না করাই ভালো।

প্রতিদিন কমপক্ষে 10 টা থেকে 15 টা অ্যাক্টিভিটি বলতে কোনটাকে বুঝিয়েছেন টোটাল অ্যাক্টিভিটি না প্রতি জনের জন্য।
আর একটা প্রশ্ন লোকাল বোর্ড এবং লোকাল থ্রেডের  মধ্যে পার্থক্য কি? লোকাল বোর্ডের ক্ষেত্রে কি বিশেষ সুবিধা রয়েছে?
Mehedi Hasan, [3/24/2022 8:49 AM]
প্রতিদিন কেউতো তো আর পনেরোটা অ্যাক্টিভিটি করতে পারবে না এই টপিক থেকে।  কারণ নিজের পনেরোটা পোস্ট করতে হলে কমপক্ষে অন্যদের আরও 15 টা পোস্ট করতে হবে। বোর্ডে যে কেউ টপিক অপেন করতে পারে কিন্তু থ্রেড এ টপিকঃ অপেন করা যায় না।

কিন্তু এগুলোর জন্য কি করা যায়? টেলিগ্রাম গ্রুপ করে নিজেদের মধ্যে আলোচনা করলে কেমন হয়? সবার মতামত আশা করছি।

আমরা যারা রেগুলার কাজ করি তারা যদি প্রতিদিন একটা করে পোষ্ট করি এবং আমাদের সংখ্যা যদি 10 হয় তাহলেও দেখা যাবে অ্যাক্টিভিটি হয়ে গেছে। কারণ যারা রেগুলার না তারাও অনেক পোস্ট করে এবং আমরা যদি রেগুলার পোস্ট করি তারা আরো বেশি পোস্ট করবে।
টেলিগ্রাম গ্রুপ করা যায়। তবে তখন আলোচনা গ্রুপেই হবে। এইখানে অ্যাক্টিভিটি বাড়ানোই মূল উদ্দেশ্য হতে হবে। দেখা গেল সবাই টেলিগ্রাম আলোচনা করলাম, কিন্তু এখানের পোস্ট করলাম না। তাহলেতো হিতে বিপরীত হয়ে যাবে।