আর এই বোর্ডের মোডারেটর বা পুরাতন মেম্বাররা কোনো প্রতোযোগিতা বা কনটেস্ট বা রিসোর্স শেয়ার আরও করলে ভালো হতো, এতে এই বোর্ডটি একটা পুর্নতা পেতো আর কি।
কি ধরনের কনটেস্ট চাচ্ছেন? আইডিয়া শেয়ার করতে পারেন। আর রিসোর্স এর ব্যাপারটা আসলে একটু ভিন্ন। অনেকেই চেষ্টা করে তথ্যবহুল পোস্ট করার জন্য কিন্তু আলোচনা ওই কেন্দ্রীক না হলে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলে।
বিভিন্ন ধরণের কনটেস্ট হতে পারে, যেমনঃ মাসিক সবচেয়ে ভালো রিসোর্স শেয়ার করা ব্যক্তি (এখানে রিসোর্স বলতে; আইডিয়া, টিপস, টিউটেরিয়াল, ক্রিপ্টো প্রজেক্ট গুলোর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি)। এতে করে অনেকের মধ্যে ভালো কাজ শেয়ার করার প্রবণতা আরও বাড়বে।