ভাই আমরা যদি 10/15 জন লোক একটিভ থাকি যারা নিয়মিত একটিভ থাকবে। তাহলে আমাদের যদি জরুরি কাজ বা যেকোনো প্রয়োজনে ইনএকটিভ থাকতে হয়, সেক্ষেত্রেও টপিক কিন্তু ঠিকই একটিভ থাকবে। আমাদের মূল টার্গেট তো অ্যাক্টিভিটি।
এতকিছু দেখার পরে মনে হইতেছে যে একটা সিগনেচার বাউন্ডারি অনলি ফর লোকাল বোর্ড

, বাই দা রাস্তা এটা মজার ছলে বললাম ।

এইটা উনি কথার কথা বলেছেন। আমরা অনেকেই এই বোর্ডে এক্টিভ আছি। আলাদা আলাদা করে হিসেব করলে প্রতি মাসে অন্তত ২০ জন আলাদা আলাদা মানুষ পোস্ট করি কিন্তু দুঃখের বিষয় সবাই একটানা এক্টিভ থাকি না যেমনটা Review Master ভাই বলেছেন। যদি থাকতাম তাহলে আমাদের মাসিক পোস্ট অনেক বেশি হত এবং সেক্ষেত্রে আমাদের লোকাল বোর্ড পাওয়ার চান্স অনেক বৃদ্ধি পেত। সেটাই বলতে চেয়েছেন শাসান ভাই।