সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান।
রিক্স বলতে কোনটাকে বুঝিয়েছেন মানে আমি বলতে চাচ্ছি যে, আমি এমন কয়েনের উপর ইনভেস্ট করলাম সেটায় মূল্য কমে গেল ,এটাই কি শুধু একমাত্র রিক্স ? নাকি আরো কোন রিক্স রয়েছে ?
যদি এটাই শুধু একমাত্র রিক্স হয়ে থাকে তাহলে ধরেন আমি এমন কোন ইনভেস্ট করলাম যেটায় পরবর্তীতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বা বাড়বে , তাহলেতো এই দিক কাটিয়ে ওঠা গেল--
ক্রিপ্টো মার্কেট আসলে আপনি কোনো প্রিডিক্ট করতে পারবেন না, ভবিষ্যতে কি হবে। বিটকয়েন এখন ৪৪০০০কে এর মত প্রাইজ আছে, এ সময়ে যদি আপনি এই পদ্ধতিটি চেষ্টা করেন, আর কালকে দেখেন মার্কেট ক্রাশ করেছে আবার তাহলে তাহলে আবার এই প্রাইজের জন্য অপেক্ষা করতে হবে রিকাভারির জন্য। অন্যদিকে, এটাও ভেবে দেখতে পারেন, আপনার বিটিসি হোল্ডিংস নিয়ে এক্সেঞ্জাররা লাভ করতেছে, সেটেলমেন্ট এর সময়ে প্রাইজ বেশি থাকলে আপনাকে USDT ধরিয়ে দিবে আর কম থাকলে আরও বিটিসি এড করে দিবে। কিন্ত হ্যা, আপনি যদি লং র্টাম চিন্তা ভাবনা করেন বা আপনার হাতে অনেক সময় রয়েছে রিকাভারির জন্য তাহলে আপনি এই অপশন দেখতে পারেন। বিটিসি বাদে অন্য আল্টকয়েন আরও উঠানামা করে।
বিঃদ্রঃ এটী কোনো ইনভেস্টমেন্ট সাজেশন নয়
নাকি আরো কোন রিক্স রয়েছে ?
KYC করা থাকলে আর এক্সচেঞ্জার থেকে কোনো সমস্যা হবার কথা না।