গত বছরের নভেম্বরের দিকে বাংলাদেশী একটা প্রজেক্ট ফুজি ইনু কয়েন দিয়ে অনেক বড় স্ক্যাম হয় আমি যতদুর শুনেছি। নতুন বিনিয়োগকারীদের ব্রেইন ওয়াশ করে কিছু অসাধু লোক এবং তাদের কয়েন সেল করে৷ বিনিয়োগকারীদের মুখের উপর তারা রাগ পুল করে। এই প্রজেক্ট সম্পর্কে কারো কোন ধারনা আছে? কেউ কি বলতে পারেন কিছু? এই প্রজেক্টের পিছনে কার হাত আছে, তার ব্যক্তিগত পরিচয় ইত্যাদি? জানলে একটু জানাবেন।
ভাই যারা স্ক্যাম প্রজেক্ট চালু করে, তারা নিজেদের পরিচয় বা যেকোনো ধরনের যোগাযোগের ইনফর্মেশন গোপন রাখে।
ভাই, আমি ভিন্নভাবে চিন্তা করি। স্ক্যামার কোন না কোন প্রমাণ রেখে যায়। আমি অনেক স্ক্যামে দেখেছি। যাই হোক, আমার কাছে অনেক তথ্য আছে। তবে একদম ব্যক্তিগত প্রুফ আমার কাছে নেই। আমি সেটা খুজতেছি। অলরেডি অনেকেই আমাকে কয়েকটা এড্রেস দিয়েছে, তবে সেগুলো কনফার্ম কিছু না তাই আমি আরো খুজতেছি। শুনেছি ওই প্রজেক্ট এ এডমিন প্রায় ১ মিলিয়ন ডলার সেল করছে টোটাল।