কি নিয়ম চালু করবেন ভাই ?আমরা তো সাধারন বিকাশের স্ক্যাম ঠেকাতে পারিনা। সেখানে ক্রিপ্টো এর স্ক্যাম কিভাবে নিয়ন্ত্রিত হবে? অ্যান্ড্রয়েড কোন ফোনের বিকাশ অ্যাপস এ লগ ইন করতে হলে সিম ঢুকানো লাগে। তাছাড়া হয়না। কিন্তু আইফোনে সিম ঢুকানো ছাড়া অ্যাপস এ লগইন করা যায়। বিকাশ শুধুমাত্র এই সমস্যাটি সমাধান করতে পারছে না। আর এর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে বহু মানুষ। কত মানুষ হয়রানির শিকার হচ্ছে? এই বিকাশ প্রতারণার জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মধ্যে তেমন কেউই প্রতিকার পাচ্ছে না। উল্টা অনেক গ্রামের মানুষ যারা বিকাশ সম্বন্ধে কিছু জানো না; তারাও আইন-শৃঙ্খলা বাহিনীর জেরার সম্মুখিন হচ্ছে।
ঠিক বলছেন ভাই আমি আপনার সাথে সহমত আছি। আমাদের বসে বসে দেখা ছাড়া আর কিছু করার নেই ;') । এর জন্য নতুন কোন প্রজেক্টে ইনভেস্ট করা নিয়ে সন্দিহান আছি ।
আমরা কমবেশি সবাই ট্রেড করতে ভালোবাসি। তাই কমবেশি সবাই ট্রেড করি। ট্রেড দুই ধরনের হয় যেমন স্পোর্ট ট্রেড এবং ফিউচার ট্রেড। অনেকে ট্রেড এর বিষয়ে ভালো ভাবে না জেনে ফিউচার ট্রেড করতে চায়। তাই সবাইরে অনুরোধ করছি কেউ ফিউচার ট্রেড এর সম্পর্কে ভালোভাবে না জেনে ফিউচার ট্রেড করবেন না। কারন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না 😥। আমি ফিউচার ট্রেড এর বিষয় ভালোভাবে না জেনে করতে গিয়ে 1 ঘন্টাই আমার 700 ডলার লস হয়েছে। তাই আমি চাইনা আমার মত এত কেউ লস খায়। ধন্যবাদ সবাইকে।
ট্রেডিং জিনিসটাই এমন । বুঝে-শুনে না করলে শুধু ফিউচার কেন স্পট ট্রেডিংয়েউ ধরা খেয়ে যেতে পারেন । আর আপনি তো গিয়েছিলেন ফিউচার ট্রেডিং এ । না বুঝে মার্কেট এনালাইসিস না করে আবেগের বসে ট্রেডিং করতে নেই । :")