Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
wtsimis
on 25/04/2022, 19:36:26 UTC
⭐ Merited by naim027 (1)

ম্যাট্রিক্স 1: মার্কেট ক্যাপ

'ম্যাট্রিক্স' আবার কি চাচা? 'মেট্রিক' বা Metric.

তথ্য, উপাত্তের সমষ্টিকেই ম্যাট্রিক্স বলা চলে।

প্রথমেই বলে নেই, এগুলো আমার একান্তই ব্যাক্তিগত মতামত। কন্টেষ্ট জেতার উদ্দেশ্য করে এই পোষ্ট নয়। তবুও কেউ কিছু জোর করে দিতে চাইলে আমি আবার না করতে পারি না।
আপনার আইডিয়া গুলি প্রশংসনীয়, আশা করি এইব্যপারগুলি ভবিষ্যতে বাস্তবায়ন হবে।

আমাদের এইখানে আসলে কিছু কনটেস্ট এর আয়োজন করা যায় সবাইকে একসাথে এক্টিভ করার জন্য। যাই হোক, আমি যদি কারো সাজেশন ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাহলে আমি তাকে $১০ USDT পাঠাবো, যেমনটা বলেছি, সাজেশন অবশ্যই আমার পছন্দ হতে হবে।

আমার মতে বেশ কয়েকটি কাজ করা যেতে পারে থ্রেডকে এগিয়ে যাওয়ার জন্য।

বাংলা রিসোর্স বাড়ানো
থ্রেডে অনেক পোষ্ট দেখা যায়, কিন্ত কখনো বাংলা রিসোর্স শেয়ার করা হয় না। এর জন্য দেখা যায়, অনেক ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ তৈরি হয়েছে(যা অব্যশই ক্রিপ্টো কমুনিটির জন্য ভালো), এসব গ্রুপেও ভালো আলোচনা হয়, বিভিন্ন প্রজেক্ট বা আপডেট নিয়ে। কিন্ত এর আরও উপযোগী রিসোর্স শেয়ার সম্ভব আমাদের থ্রেডে। Little Mouse ভাই একবার শেয়ার করছিলো, আমরা সবাই ইনকামের পিছনে দোড়াই। আমাদের মধ্যে খুব কম মানুষই Crypto Market এর ব্যাসিক এনালাইসিস সম্পর্কে জানি(আমিও তেমন একটা জানি না)। যদি বাংলা রিসোর্স যদি থ্রেডে বাড়ানো যায়, তাহলে এসব সমস্যা দুর করা সম্ভব। আশা করি সবাই বুঝতে পারবেন।

রিওয়ার্ড
নাইম ভাই আগেই এই বিষয়টি মেনশন করেছেন, মাসিকভাবে যদি টপ পোষ্টারকে রিওয়ার্ড প্রদান করা হয়, তাহলে হয়তো ইউজারদের আরও মোটিভিশন পাবেন কোয়ালিটিফুল্ পোষ্ট করার জন্য করার জন্য।

অভিজ্ঞতা বা মার্কেটের সমস্যা শেয়ার করা
এই বিষয়টি আমরা অনেকে এরিয়ে চলি, নিজের লসের অভিজ্ঞতা কাউকে তেমন একটা শেয়ার করতে চাই না। কিন্ত বিশ্বাস করেন, আপনার লাভ বা লসের অভিজ্ঞতা গুলো শেয়ার করলে অনেকের এ থেকে শিক্ষা নিতে পারবে(হয়তো আপনি কিছু ব্যপারে সাজেস্ট পেতে পারেন)। এতে সর্বাপরি থ্রেডের অক্টিভিটিতে প্রভাব পড়বে আশা করি।

সুযোগ তৈরি করা
আমার মতে কোনো কমুনিটিকে মোটিভ করার জন্য, সব থেকে ভালো উপায় হচ্ছে কমুনিটিতে সুযোগ দেওয়া। এই থ্রেডে অনেক ভালো অবস্থানে আছেন, অনেকে ফ্রিলান্সার হায়ার করেন, বিভিন্ন কাজের জন্য। এই ধরণের যেকোনো কাজ যেটায় কোনো বাংলাদেশের ইউজারের লাভ হয়, সেটি শেয়ার করা যেতেই পারে। এতেও হয়তো এক্টিভিটি বাড়ার সম্বভনা আছে।