Post
Topic
Board Other languages/locations
Merits 14 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 21/09/2022, 14:16:03 UTC
⭐ Merited by nutildah (14)
<--snip-->

আমি আমাদের লোকাল বোর্ড এ আসি না এইরকম কোন দিন নেই। সব পোস্টই পড়া হয় কিন্তু কিছু লেখার মত এইখানে পাওয়া যায় না ভাই। কেউ কোন ভালো আলোচনা শুরুও করে না। সবাই বাউন্টি হেনতেন এইগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। যেসব আলোচনা এইখানে হওয়া দরকার সেসব নিয়ে কেউ চিন্তাও করে না।

বাঙালি আজীবন এই বাউন্টি নিয়েই পইড়া থাকবে, আর সকল বাঙালি মনে করে যে, ক্রিপ্টোতে ইনকাম করা মানেই ক্রিপ্টোতে দক্ষ হয়ে ওঠা। কিন্তু কত যে নিত্যনতুন ব্লকচেইন টেকনোলজি উদ্ভাবন হচ্ছে এবং মার্কেটে ভালো ভালো টেকনোলজি আসতেছে। সেসব শেখার কারো কোনো আগ্রহ নাই। তাই সকলের মতো আমিও চলতাছি , কারণ দিন শেষে অনবিঙ্গ লোক ইনকাম করতে পারলে, তাদের স্থান সবার উপরে বাঙালিদের জন্য।  Sad