Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 17/12/2022, 22:13:54 UTC
আর বইলেন না ভাই। লেভারেজ টোকেন কিনে যেই পরিমান মারা খাইছি তা বলার মত না। আমার থেকে একজন ১০ ডলার নিয়ে তার সিগনাল গ্রুপে ঢুকায় আর সেখানে সব বাইনান্স এর লেভারেজ টোকেন এর সিগনাল দিতো। কয়েকদিন লাভ ও হইছে । এরপর একদিন চালান সহ নিয়ে গেলো। adadown, dotdown, ltcdown, btcdown সব কিনেছি। ফান্ড যা ছিলো সব লাগিয়ে দিছি। এরপর আমি ফকির।
আজকাল তো ভাই পেইড সিগনাল এর উপর এ ভরসা নাই। আপনি গেছেন সিগনাল গ্রুপ এ। মার্কেট এর যে অবস্থা, পেইড সিগনাল দিয়া ট্রেড করতে গেলেও ভয় লাগে। একবার এইসব সিগনাল গ্রুপ এ গেছিলাম, হালা রা নিজেদের টোকেন প্রমোট করে আপনার থেকে বাই করায় নিবে। তারপর টোকেন সেল করে টোকেন ডাউন করায় দিয়া গ্রুপ গায়েব। এইসব এর ফাদ এ পইরেন না। পেইড কোর্স কিনে বা ফ্রী ও পাওয়া যায় সেই গুলা দিয়া নিজে এনালাইজ করা সেখেন। ভবিষ্যত এ কাজ এ দিবে।
আমি তোমায় বলবো বর্তমানে মার্কেটের যে অবস্থা এর জন্য বাইনান্স কি অন্য যে কোন লিভারেজ টোকেন বা আল্ট কয়েনে বর্তমানে ইনভেস্ট না করাই ভালো। মার্কেট কন্ডিশন এর যে বেহাল দশা এখন শুধু বিটকয়েনকেই ভরসা করা ছাড়া আমি আর কোন কিছু দেখতেছি না। তাই এখন আমি আমার অলস যে টাকা গুলা আছে তার সিংহভাগ দ্বারাই বিটিসি কোড করতেছি। আমার সাজেস্টটা থাকবে এখন যত পারেন নিজের সাধ্যের মধ্যে বিটিসি হোল্ড করেন হয়তো দুই এক বছরের মধ্যে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন। আর চাইলে বিটকয়েনেও সর্টটার্ম ট্রেডিং করা যেতে পারে। আর এনালাইসিস তেমন না জানা থাকলে বড় বড় ট্রেডারদের ট্রেডিং ফলো করা যেতে পারে।

Snip
@tjtonmoy ভাই আপনি পরপর টানা এভাবে দুইটা পোস্ট করবেন না কারণ এটা ফোরামে এলো করেনা, চাইলে কোট করে এক পোস্টেই আপনার মতামত জানাতে পারেন, না হলে ফোরামের নিয়ম অনুযায়ী বিপদে পড়তে পারেন।