সবাইকে ইংরেজি নতুন বর্ষ ২০২৩ এর শুভেচ্ছা। যাই হোক আমার মনে হয় না ২০২২ সাল ক্রিপ্টোকারেন্সি জগতের সাথে লেগে থাকা লোকজনদের জন্য শুভকর ছিল। আমি নিজেও অনেক টাকা ধরা খেয়ে বসে আছি জানিনা এটা উদ্ধার হবে কিনা ২০২৩ এ । তারপরেও আশা করছি ২০২৩ সাল আমাদের জন্য ভালো হোক আমাদের ফোরাম আরো এগিয়ে যাক.
গত তিন বছরের পোস্ট তালিকায় সবগুলোতেই আমার নাম!! আমি এতটা এক্টিভ ছিলাম তা তো জানতাম না লল।
এজন্য আপনাকে আমি অভিনন্দন কম ধন্যবাদ বেশি জানাতে চাই। বাংলাদেশ ফোরামের জন্য আপনি অনেক ডেডিকেট পারসন। এই বছরও আপনার নামটা যেন এই লিস্টের উপরেই থাকে এই আশা রইল

। আর পুরাতন মেম্বারদের অ্যাক্টিভিটি যদি আবার ফেরানো যেত তাহলে ২০২৩ এই আমাদের ফোরাম একটা ভালো পর্যায়ে যেতে পারত।
বুঝতেই পারিনি ২০২২ সালে এই থ্রিডে আমি এতগুলো পোস্ট করেছি যা সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত পোস্ট কারীর মধ্যে একজন।
আপনাকেউ নতুন বর্ষের শুভেচ্ছা আর আশা করবো এ বছরও আপনি টপ ফাইভে থাকবেন এবার হয়তো আরো বেশি পোস্ট নিয়ে

আমাদের এই বাংলাদেশ থ্রেট কে এগিয়ে নিয়ে যেতে আপনাদের নতুন সিনিয়র মেম্বারদের অনেক প্রয়োজন।
সম্প্রতি হুবি গ্লোবাল এবং এক্স.টি এক্সচেঞ্জ পাই নেটওয়ার্ক তাদের এক্সচেঞ্জে লিস্ট করেছে।
আমি প্রথম যখন পাই নেটওয়ার্ক নিয়ে ফাইভ শুরু হল তখন এটা মোবাইলে ইন্সটল করেছিলাম এবং মাইনিং শুরু করেছিলাম কিন্তু পরে আর কেন যেন মনে হয়েছে এটি আসলে কোন ভবিষ্যৎ নেই এবং হয়তো এরা আমাদের ডাটা থেকে লাভবান হচ্ছে। সেইযে আনইন্সটল করেছি আর আনইন্সটল করিনি ১০০ টার মতন পাই হয়েছিল। এমন নিউজ যদি পেতাম যে আমাদের মিন্ট করা কয়েন গুলো লিস্টিং হয়েছে তাহলে বেশি খুশি হতাম যদিও এখন আমি মনে করি এটা শুধু সময় এবং আপনার ডাটা নষ্ট হওয়ার একটি যন্ত্র।