জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা
আমরা সরাসরি অর্থপাচার না করলেও, যদি বিটকয়েন দিয়ে অর্থপাচার হয় তাহলে আমরাও জড়িত।
ভাই আমি আপনার কথার সাথে কিছুটা একমত ।। কিন্তু সম্পূর্ণ না । আমার মনে হয় যে bitcoin কেনা বেচার মধ্যে যদি অর্থ পাচার হয় তাহলে আমরা অর্থ পাচার এর সাথে জড়িত।। কিন্তু আমরা তো ইচ্ছা করে অর্থ পাচার এর সাথে যুক্ত হচ্ছি না । কেবল মাত্র Bitcoin কেনার জন্য একমাত্র বাধ্য হয়ে । আমাদের কে এর সঙ্গে যুক্ত হতে হচ্ছে।।।