Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Alamin9884
on 29/01/2023, 06:59:20 UTC

আমি একটি বিষয় জানার জন্য অনেক চেষ্টা করছি , বাইনান্স পি টু পি ছাড়া অন্য কোন উপায়ে আমি আমার দেশের টাকার সাথে ডলারের কনভার্ট করতে পারব কিনা? যদি কোন সিনিয়র পারসন এ বিষয়টা একটু জেনে থাকেন তাহলে এখানে একটু জানালে উপকৃত হবো।
আপনি যদি বিটকয়েন অথবা ইউএসডিটি বা অন্য যে কোন ক্রিপ্টোকারেন্সি যেটা বাইন্যান্স এ লিস্টেড আছে, ওইরকম কোন কয়েন বিক্রয় করতে চান আমাকে জানাতে পারেন। মার্কেট রেট থেকে দাম একটু কম পাবেন। যে কোন এমাউন্ট। আমি এইখানে আগে লেনদেন করতাম, পিটুপি আসার পর আর তেমন ক্লায়েন্ট পাই না বলে আমার সার্ভিস বন্ধ করে দেই।
আমার আগের টপিক- https://bitcointalk.org/index.php?topic=5251387.0
এখন এভাবে একচেঞ্জ  সার্ভিস করা কতটুকু নিরাপদ কেননা  ক্রিপ্টোকারেন্সি এর লেনদেন সম্পূর্ণ অবৈধ হওয়ার কারণে এখন  বাইনান্সের  পিটুপিতেই  শোনা যাচ্ছে যে  প্রশাসনের লোকজন ছদ্মবেশে অর্ডার ক্রিয়েট করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর ইনফরমেশন নিয়ে  তদন্ত করছে বা আইনের আওতায় আনা হচ্ছে।
এখানে যে ছদ্দবেশে এসে লেনদেন করবে না এবং  আপনাকে  হেনস্তার শিকার হতে হবে না  তার কি গ্যারান্টি আছে :") । যদিও এইসব বিষয়ে আমি এখনো কাঁচা তারপরও আমি এই জন্য বর্তমানে ক্রিপ্ত কারেন্সি এর লেনদেন  নিয়ে খুবই  আতঙ্কে থাকি। যদিও এখানে  টার্মস কন্ডিশনের মাধ্যমে  লেনদেন করা যেতে পারে যেমন  সর্বনিম্ন একটা  রেঙ্ক হতে হবে লেনদেনের জন্য। আমি আসলে জানতে চাচ্ছি এই সকল সমস্যা এড়ানোর জন্য কি এখন কোন ভালো উপায় আছে?
আফসোস বাংলাদেশের যদি  ক্রিপ্টো কারেন্সি  লিগালাইজ করা হতো :"(
এরকম করলে তো আসলেই বিপদ জনক আমাদের জন্য।  আজকাল সবাই পি টু পি তে লেনদেন করে। আর তারা যে প্লানিং করছে যে পি টু পি তে অডার  ক্রেট করে লেনদেন দের সনাক্ত করা, এতে খুব সহজেই ক্রেপ্টো লেনদেন দের ধরতে পারবে। আমার মতে আগের পথে ব্যাক  করতে হবে যেমন যখন পি টু পি ছিল না, তখন যেমন ভাবে লেনদেন করছি এখন তেমন ভাবেই লেনদেন করা বেটার আমি মনে করি। এবং সতর্কর শেষ নাই, অবশ্যই সতর্ক থাকতে হবে।