পেপালের মতন এমন সার্ভিস দেয় এমন আরো কোন প্ল্যাটফর্ম আছে কি ? কেউ ব্যবহার করে থাকলে আমাকে জানাবেন।
কিছুদিন আগে এক ভাই শেয়ার করছিল pypl মনে হয়। সেখানেও ক্রিপ্টো বায় সেল করা যায়।
আমি নিজে pyypl ব্যাবহার করেছিলাম এতদিন। প্রথম দিক দিয়ে ভালো লাগলেও এর সিকিউরিটির অবস্থ্যা জঘন্য। এটাতে বাইনান্স এবং ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে ডিপোজিট এবং উইথড্রো করা যায়। এটার মাধ্যমে সকল ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যায়। কার্ড নাম্বার আর সি ভিভি নাম্বারের পাশাপাশি এটাতে 2FA পিন সেট করা যেতো। আমি ডার্ক ওয়েবে কিছু স্ক্রিপ্ট কেনার জন্য এই কার্ড ব্যাবহার করেছিলাম। পরে আমার কার্ডের তথ্য গুলো লিক হয়ে যায়। তবে আমি 2FA পিন এর জন্য নিশ্চিন্ত ছিলাম। পিন বাইপাস করার একমাত্র সিস্টেম হলো ডিভাইসে থাকা ফিঙ্গার প্রিন্ট। অনেকটা ট্রাস্ট ওয়ালেটের মতো। অনেক দিন ব্যাবহার করিনি। হঠাৎ একদিন ঢুকে দেখি ব্যালেন্স নাই (৫০ ডলারের মতো) । ট্রানজেকশন গুলো দেখলাম, কিন্তু এখানে ট্র্যাক করার কোনো উপায় নেই। সাপোর্ট এ যোগাযোগ করার চেষ্টা করেছি অনেকবার। কোনো লাভ হয়নি। জঘন্য সাপোর্ট। ১২ ঘন্টার বেশি সময় নেয় লাইভ চ্যাটে আসতে। এসে রিপ্লাই দিয়ে ৫ মিনিট অপেক্ষা করে আবার চ্যাট ক্লোজ করে দেয়। তো যারা ব্যাবহার করতে চাচ্ছেন, এ ব্যাপারে সাবধান থাকবেন।