ডাটা ব্রিচ বা ডাটা লিক, অনেক ভয়ঙ্কর। আর আমরা ক্রিপ্ট তে যুক্ত। আমাদের জন্য এইটা কতটা ক্ষতির তা যারা ক্ষতির শিকার হয়েছে তারাই বুঝে।
আমি নিজেও ব্যক্তিগত তথ্য ফাঁস (লগইন পাসওয়ার্ড এবং ইমেইল) দ্বারা প্রভাবিত হয়েছি। অটোমেটেড ফিল/ পাসওয়ার্ড ম্যানেজার এর চেয়ে ফিশিং ওয়েবসাইট ডাটা ব্রিচ এর জন্য বেশি দায়ী। কিছু দিন আগে টেলিগ্রামে ফিশিং এর শিকার হয়েছিল একজন এবং হ্যাকার ঐ ব্যক্তির ক্যাসিনো অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়েছিল। হ্যাকাররা তার অ্যাকাউন্ট থেকে ৬০ হাজার ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়। হ্যাকের শিকার হওয়া ব্যক্তি এই ফোরামে এটি সম্পর্কে
কিছু পোস্ট করেছেন।
এই ক্যাসিনোতে আমার অ্যাকাউন্টও হ্যাকের শিকার হয়েছিল। হ্যাকার ডাটা ব্রিচ এর জন্য
আমার লগইন তথ্য পেয়েছিল। আমার বিটকয়েন্টক অ্যাকাউন্টও ওই ডাটা ব্রিচ এর জন্য
হ্যাক হয়েছিল। এর পর থেকে আমি বিভিন্ন ওয়েবসাইটে ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করি। আমাদের উচিত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট গুলোতে 2FA লগইন কোড অ্যাক্টিভ করা।
kyc (কেওয়াইসি):
এর পূর্ণরুপ হচ্ছে known to your client অর্থাৎ আপনার গ্রাহকে জানুন।
KYC এর পূর্ণরুপ Know Your Customer/ Know Your Client. Known to Your Client এর অর্থ ভিন্ন। ক্রিপ্টো ক্যাসিনোর KYC সম্পর্কে কারো জানার আগ্রহ থাকলে আমার এই থ্রেড ফলো করতে পারেন:
Information of Crypto Casinos License and KYC requirements
@Little Mouse, আপনি অনেক দিন আগে আমাকে ম্যাসেজ দিয়েছিলেন লোকাল থ্রেডে পোস্ট করার জন্য। পোস্ট করব করব ভেবে করাই হয় না। এখন থেকে মাঝে মাঝে পোস্ট করার চেষ্টা করব।