Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 26/02/2023, 13:35:31 UTC
আরেকটা ব্যাপার হল ক্রেইগ ইভেন রাইট, তার একটা মামলা চলতেছিল সেই মামলা টার কি খবর কেউ কি বলতে পারেন?
কোন মামলার কথা বলছেন? একটু স্পেসিপিকভাবে বলেন। কিছুদিন আগে সে একটি মামলায় হারে যেখানে সে বিটকয়েনের কিছু ফাইল এর উপর কপিরাইট ক্লেইম করেছিল। আদালত রায় দেন যে উনার দাবী অযৌক্তিক।

এর পর থেকে আমি বিভিন্ন ওয়েবসাইটে ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করি। আমাদের উচিত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট গুলোতে 2FA লগইন কোড অ্যাক্টিভ করা।
আমাদের আসলে কোনভাবেই একই পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করা উচিত নয়। ফোরাম মেম্বার Bitcoingirl.club এই ভুল করেছিলেন এবং তার বিটকয়েনটক একাউন্ট হ্যাকের শিকার হয়। আমার মত কিছু নিঞ্জা টেকনিক ব্যবহার করতে পারেন। আমি আমার বিটকয়েন্টক ছাড়া অন্য কোন একাউন্ট এর পাসওয়ার্ড জানি না। কোন এক্সচেঞ্জ, ফেসবুক, অন্য কোন সোশ্যাল মিডিয়া, কোনটাই জানি না। যখন দরকার পরে, আমি পাসওয়ার্ড রিসেট করি  Cheesy

Quote
@Little Mouse, আপনি অনেক দিন আগে আমাকে ম্যাসেজ দিয়েছিলেন লোকাল থ্রেডে পোস্ট করার জন্য। পোস্ট করব করব ভেবে করাই হয় না। এখন থেকে মাঝে মাঝে পোস্ট করার চেষ্টা করব।
আমরা সংখ্যায় কম। আপনারা এক্টিভ হলে ভালো আলোচনা করা যায়।