লোকাল বিটকয়েন বা এই জাতীয় সাইটগুলো আর সার্ভাইভ করতে পারবে না আমার মনে হইয়।
লোকাল বিটকয়েন অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা আর বিটকয়েন ট্রেডিং সার্ভিস রাখবে না। মানে তারা বিটকয়েন ট্রেডিং সার্ভিস অফ করে দিবে। জানিনা কেন তারা এই ধরনের সিদ্ধান্ত নিল। আমি তো ভেবেছিলাম তাদের অনেক লাভ হয়। কেননা তারা ডিপোজিট থেকে উপার্জন করে আবার ট্রেডিং থেকে ফি পায়। তাদের তো সার্ভার মেনটেনেন্স ও কাস্টমার সার্ভিস এর বেতন ছাড়া তেমন কোন খরচও দেখি না। এই ট্রেডিংটা তো তাদের জন্য লাভজনক ছিল তবুও তারা কেন অফ করে দিল বোধগম্য নয়।
ভাই তারা অলরেডি তাদের ওয়েবসাইটে কারণ উল্লেখ করে দিছে!
Why is localbitcoins terminating the service?
Localbitcoins trading volumes have been declining for a long time, and there is no big enough market demand for our services anymore.
বাইন্যান্স সহ অন্যান্য প্লাটফর্ম গুলো চলে আসার পর এই সাইট টা তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে নি। তাদের ট্রেডিং ভলিউম অনেকদিন যাবত প্রচুর কম ছিলো। যতটা কম হলে একটা প্ল্যাটফর্ম তাদের সারভিস বন্ধ করতে বাধ্য হয়।