বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি এবং দিন শেষে নিজের কমিউনিটিতে কন্টেন্ড পোষ্ট করার পর সময় পাওয়া যায় নাহ। আগের মতো ফোরামে আর এক্টিভ হওয়া হয়ে উঠে নাহ!

তবে আশা করি, খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবো। শুধু দোয়া করবেন, যেন এই লোকাল কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে পারি।
ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন। আর একবার সিগনেচার ক্যাম্পেইনের মজা পেলে হয়তোবা আপনি অন্যদিকে যে সময় গুলো নষ্ট করেন সেই সময়ের একটা অংশ এই ফোরামে দিতে পারবেন। এতে আপনি কিছুটা লাভবান হতে পারবেন এবং সেই সাথে ফোরামের অন্য সদস্যগণ আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে।
সত্যি কথা বলতে, অন্যদের কাছে এটা ফ্রি সার্ভিস মনে হতে পারে। কিন্তু যারা এমন কন্টেন্ড প্রকাশ, তারা জানে যে, এটায় কেমন লাভবান হওয়া যায়।

এটা সত্য যে, টুইটারে আমি ফ্রিতে কন্টেন্ড প্রকাশ করতেছি, কিন্তু যদি আপনি কিংবা অন্য কেউ আমার মতো পরিকল্পনা নিয়ে এই সেক্টরে আসেন। বাস্তব অভিঙ্গতা থেকে বলতেছি, আপনার সপ্তাহে যা ইনকাম হবে, সেটা সিগনেচার ক্যাম্পেইন থেকে হয়তো এক-দুই মাসে ইনকাম হবে ( আমি মোটেও কাউকে এখানে ছোট করতেছি নাহ, বরং বাস্তবতাটা বলতেছি। কারণ আমার আজকের এই অবস্থানে আসার পেছনে এই ফোরাম আর সিগনেচার ক্যাম্পেইনের অনেক অবদান রয়েছে)।
আর এটা সত্য যে, ফোরামে পদোন্নতির মাধ্যমে ভালো কিছু করা যাবে এবং ভবিষ্যতেও ভালো হবে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছি যে, ফোরামের ব্যবহারকারীরা এখনো বিটকয়েনে সীমাবদ্ধ এবং নিত্যনতুন যে DeFi কিংবা অন্যান্য বিষয় মার্কেটে আসতেছে, সেসব নিয়ে খুবই কম জানে কিংবা সেটি মেনে নিয়ে বিশ্লেষণ করতে চায় নাহ।

উদাহরণ হিসেবে আমার পোষ্ট এই পোষ্টটি দেখতে পারেন:
https://bitcointalk.org/index.php?topic=5432605.msg61526202#msg61526202তবে আমি ইংলিশ থ্রেডে এক্টিভ হবো, কিন্তু ইচ্ছা আছে যে, বাংলা থ্রেড থেকেই লিজেন্ডারি মেম্বার হওয়ার । কারণ আমার এই পদে আসার জন্য যত মেরিট লেগেছে তার প্রায় ৯৮% বাংলা থ্রেড থেকে পেয়েছি।

দেখা যাক কি হয়, দোয়া রাখবেন।