Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 11/03/2023, 17:11:52 UTC
কে কোথায় কি করছেন জানি না। মারকেটে কি হচ্ছে কেউ কোনো খোজ খবর রেখেছেন কি?

অবশ্যই খবর রাখি, আর এই নিয়ে একটি টুইটার পোষ্টও করেছি। সকলে পোষ্টটি পড়ে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন: https://twitter.com/officialbitbyte/status/1634522517888184321

মার্কেটের অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে। তাই সকলে বিটকয়েনে ফেরত চলে আসেন।


এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।  Smiley

কি বলেন? ক্যাম্পেইন ম্যানেজার কে ছিল তখন? রেপুটেড কেউ? বর্তমানে তো দুইজন রেপুটেড মেম্বার ইউটোপিয়া নিয়ে ফোরামে মার্কেটিং করছে। তাদের কেউ নয়তো? আশা করি না।

এই নেন: https://bitcointalk.org/index.php?topic=5330069.msg56764666#msg56764666

উনি নিজেরে বেশি চালাক মনে করে।  Grin