২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি
আপনারা নিজেরা দেখতে চাইলে:
ninjastic.space হেল্প নিতে পারেন।
সত্যিই অনেক ভালো লাগে দেখে আমাদের মাঝে অনেক বাংলাদেশী ভাইরা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে active হয়েছে । আমি নতুন অনেক কিছুই বুঝিনা জানিও না। বড় ভাইয়েরা কি বলে কোন বিষয়ে শেয়ার করে সে বিষয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করি। আমি সবসময়ই active থাকার চেষ্টা করি। যে কখন কোন সিনিয়র ভাইয়ে কোন বিষয় নিয়ে শেয়ার করবে তা থেকে কিছু একটা শিখতে পারবো।
বিটকয়েনের সবুজ ছায়া
আলহামদুলিল্লাহ অনেকদিন পর সবুজ ছায়া। বিটকয়েন 26k হয়েছে। বিটকয়েন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।সম্ভবত জুলাই মাসের ১১ তারিখ ২০২২ সালে বিটকয়েনের দাম 26k ছিলো। এর পরে আর বিটকয়েনের দাম 26k আসেনি। কিন্তু আজ ১৪ মার্চ ২০২৩ সালে বিটকয়েনের দাম 26k + হয়েছে। আমি এটি দেখে খুব আনন্দিত। আমি আশা করি খুব শীঘ্রই বিটকয়েনের বাজার খুব ভালো হবে। বিটকয়েনের দাম অতি শীঘ্রই বৃদ্ধি পাবে।
সত্যিই অবাক করা বিষয় দুদিন আগে বিটকয়েন 19k ছিল হঠাৎ করেই দুদিনের মধ্যে 26k হলো। বলা মুশকিল বিটকয়েন যেভাবে পাম্প করছে কোথায় গিয়ে থামবে। পাশাপাশি ইথেরিয়ামের দাম বৃদ্ধি পেয়েছে। আশা করা যায় অতি শীঘ্রই মার্কেট ভালো হতে পারে।