Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Terrible99
on 15/03/2023, 10:19:45 UTC

বাই দা রাস্তা Ku-coin এ কেউ p2p ট্রেডিং করেছেন ? আর করলেও এর ফীড ব্যাক সম্পর্কে জানতে চাচ্ছি । কখনও কখনও সরাসরি p2p হালকা লাভ যখন হবে আমার জন্যে তাই জানতে চাচ্ছি । আর তাই সেল করার সময় বিনান্সের মতন ফান্ড এর সিকিউরিটি দিতে পারে কিনা এই বিষয়ে একটু কনফিউশন রয়েছে ।
আমি একাধিক বার এই kucoin p2p ট্রেড করেছি। kucoin এ যখন বায়ার অর্ডার কমপ্লিট করে দেয়।  এক ধরনের ট্রেডিং পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ড দিয়ে crypto রিলিস করা হয়। কোন ধরনের google এ বা নাম্বারে কোড আসে না। সরাসরি ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে রিলিজ করে দেওয়া হয়।  btc, usdt, kcs ও usdc এই ৪ টি crypto  শুধু p2p ট্রেডিং করা যায়।  সর্বনিম্ন ৫০ টাকা ট্রেড করা যায়।  আবার কিছু কিছু buyer সর্বনিম্ন ১ টাকাও ট্রেডিং করতে দেন। নগদ, রকেট, বিকাশ, ও ব্যাংক কার্ড এর মাধ্যমে পেমেন্ট করে থাকেন।
আমি একাধিকবার কু কয়েনে p2p ট্রেড করেছি কোন ধরনের জালিয়াতির সম্মুখীন হই নাই।



Kucoin অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম এই প্লাটফর্মে আমি অনেকদিন যাবত কাজ করতেছি দেখলাম প্লাটফর্মটি অনেক ভালো কারো যদি এই প্লাটফর্মে কাজ করার ইচ্ছুক হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন