গত কয়েক মাসের পোস্টের সংখ্যা উল্লেখ করা হলো
২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি
বাহ! আমাদের তো অনেক উন্নতি হয়েছে। পোস্ট সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। পোস্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে এইটা জানতাম কিন্তু এত বেশি বৃদ্ধি পেয়েছে জানতাম না। যাই হোক, শুধু পোস্ট নাম্বার এর দিকে মনযোগ না দিয়ে আমাদের উচিত বিটকয়েন তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে জানা, বোঝা এবং আলোচনা করা। নিজেদের মধ্যে জ্ঞান শেয়ার করা। আমি একটা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার জন্য আবার সেসব বাদ পরে গিয়েছে। আমাদের এইখানে কি কোন মাইনার আছে? যে বিটকয়েন মাইনিং করছে। এইরকম থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা পরিকল্পনা আছে, বিগ কিছু করার এইটা নিয়ে। একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি যারা বিনিয়োগ করবেন মাইনিং এর জন্য।
২০২২ সালে ক্রিপ্টো মার্কেট যেমন খারাপ ছিল তেমনি আমাদের লোকাল থ্রেডের ফোরাম এ অবস্থা খারাপ ছিল ২০২২ সালের প্রথমদিকে একটু ভালো সাড়া থাকলেও নাঈম ভাইয়ের ইন্সিডেন্টর পরে আবার সব অ্যাকটিভিটি ধীরে ধীরে কমে যায় , যাইহোক ২০২৩ সালের শুরু টা জবরদস্ত ছিল এবং এখনো চলতেছে , আপনারাও ভালো টাইম দিচ্ছেন আশা করা যায় ২০২৩ সাল এরকম অবস্থায় কন্টিনিউ থাকবে।
মাইনিং করার ইচ্ছা আমারও ছিল কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে সে লাইনে আর যাইনি আর বিদ্যুৎ এবং প্রাথমিক ইনভেস্টমেন্ট এর অর্থও সেসময় ছিল না । মাইনিং করার বা শেখার ইচ্ছা এখনো রয়েছে কিন্তু আমার যে রিগ হবে তা দিয়ে ক্যালকুলেট করলে দেখা যায় খাজনার যে বাজনা বেশি পড়বে।
২০২২ সালে মনে হয় naim027 ভাইয়ের একটা পোস্ট পড়েছিলাম সে মাইনিং করে সে আমাকে একটা মাইনিং রিগ সেটআপ ও সাজেস্ট করেছিল মনে হয়। হয়তো সে মাইনিং করে বা করত।
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
অভিনন্দন shasan ভাই , আপনাদের ভালো অবস্থানে যেতে দেখলে আমার কি যে খুশি লাগে, খুশি লাগার কারণও আছে ফোরামে আপনাদের মাধ্যমে বাংলাদেশের নামের বিস্তার ঘটেছে । ফোরামে রেপুতেড মেম্বার গণদের সাথে আপনার এবং Little Mouse ভাই এর নাম রয়েছে এটা আমাদের বাংলাদেশী হিসেবে গর্ব। শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্যই ।