Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 29/03/2023, 18:35:04 UTC
গত কয়েকদিন দেখছি অপ্রয়োজনীয় পোস্টের ছড়াছড়ি। মাইনিং নিয়ে কথা বলছেন, মানুষকে উপদেশ দিচ্ছেন অথচ নিজেই জানেন না মাইনিং কি। কিংবা ওয়ালেট নিয়ে গুগল ট্রান্সলেটর এর সাহায্যে আর্টিকেল দিচ্ছেন যার আগামাথা কিছুই নেই। এছাড়াও সাতোশি নাকামোতো বিটকয়েন আবিষ্কার করেছেন সেটাও জানাচ্ছেন। এইগুলো কি আসলেই কোন দরকারী পোস্ট? বিটকয়েন কে আবিষ্কার করছে সেটা সবাই জানে। নতুন করে এইখানে বলার কি আছে। এইসব একেবারে অপ্রয়োজনীয় আলোচনা আমাদের সত্যি বলতে কোনভাবেই আলাদা বোর্ড এনে দিবে না, বরং আমাদের পিছিয়ে দিবে। মেরিট হান্টিং এর জন্য যারা এসব করছেন তাদের উদ্দেশ্যে বলা- এইভাবে ১-২টা মেরিট পেলেও সামনে আর যাবেন না যদি না আপনি কিছু শিখেন। এইখানে শেখার বেস্ট প্লেস কিন্তু আপনারা চেষ্টা না করলে এইখান থেকে কিছুই জানতে পারবেন না।
এইসব পোস্ট পরিষ্কার করার জন্য উপায় ছিল যে অফটপিক   এবং স্প্যাম পোস্টগুলোকে  রিপোর্ট করে ডিলিট করিয়ে দেওয়া,  কিন্তু বিষয়টি হল  লোকাল ভাষা হওয়ায় অনেক সময় রিপোর্টগুলো রিজেক্টটেড হয়.
আরেকটা উপায় ছিল যে আমাদের op  ভাই যদি একটিভ থাকতেন তিনি বুদ্ধি করে  সেলফ মডারেট টপিক ঠিকই খুলেছেন কিন্তু এটার কোন ব্যবহার করছেন না সেই যে ১-২ দিনের জন্য একটিভ হয় আবার ইনঅ্যাকটিভ হয়ে যায়।
প্রথমেই আলোচনা করা করা যাক Tracked Boards নিয়ে।

এবার কথা বলা যাক Tracked Users নিয়ে
@Learn Bitcoin ধন্যবাদ আপনাকে এই বিষয়টি চোখের সামনে নিয়ে আসার জন্য।  আমি বহুদিন যাবত এই টেলিগ্রাম বটটি ব্যবহার করি   এক কথায় অসাধারণ এটি আসলে আমার অনেক সময় বাঁচিয়ে  দিয়েছে এবং  বিটকয়েন টক ফোরাম কে এক্সপ্লোর করতে আরো সহজ করে দিয়েছে।
ট্র্যাক ইউজার এর জন্য আমি জানুয়ারিতে একটা টপিক খুলেছিলাম তখন TryNinja  ভ্রমণে থাকার কারণে আপডেটটি করেনি।  যাইহোক ব্যস্ততার কারণে আর সেই টপিকে যাওয়া হয়নি এবং এই আপডেট সম্পর্কে জানা হয়নি ধন্যবাদ আপনাকে এটা আমার সামনে তুলে ধরার জন্য।