Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 12/04/2023, 20:31:38 UTC
snip
BitcoinDream ভাই আপনি আপনার বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডকে স্বতন্ত্র আলাদা লোকাল বোর্ড বানাতে হলে কি কি করতে হবে সেটা করে ফেলার জন্য অনুরোধ করছি। আপনি হয়তো কাজের ভিড়ে ফোরামে খুব একটা বেশি সময় দিতে পারছেন না তবুও সপ্তাহে দু-তিন দিন আপনি Self Moderator হিসেবে নিম্নমানের পোস্টগুলো ডিলিট করে দিবেন। আপনার কাছে আমরা নতুন যারা আছি তারা এই রিকুয়েস্টটুকু করে গেলাম।


এত গেল লোকাল বোর্ডের জন্য আবেদন করার কথা আমাদের এই বিষয়টির উপরও নজর দেওয়া উচিত যে আমাদের লোকাল বোর্ডে একজন মেরিট সোর্স থাকা প্রয়োজন এক্ষেত্রে আমি যদি দেখি আমাদের বাংলাদেশীদের মধ্যে অনেকেই ফোরামে ভালো রেপুটেশন অর্জন করেছেন । আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এ ব্যাপারে কি ভাবেন? বিশেষ করে Little Mouse আর Shasan ভাই আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর এ বিষয়ে কি কি জটিলতা আছে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি।

@CL ভাই আপনি ঠিক কথা বলেছেন। আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের জন্য অবশ্যই একজন মেরিট সোর্স দরকার। মেরিট সোর্সের আবেদন করার মত যোগ্যতা @Little Mouse ও @Shasan এই দুই ভাই ছাড়া আর কাউকে দেখছি না আপাতত। তাদের যথেষ্ট রেপুটেশন আছে মেরিট সোর্স হিসেবে যোগ্যতা পাওয়ার।
আমার মনে হয় একমাত্র বাংলাদেশ লোকাল ছাড়া বাকি সকল লোকাল বোর্ডে নিম্নতম একটি মেরিড সোর্স সহ একাধিক মেরিট সোর্স রয়েছে। এই দিক থেকে আমরা হতভাগা বললে ভুল হবে না। তাই বাংলাদেশের দুজন বড় ভাইকে এই বিষয়টি নিয়ে একটু চেষ্টা করার অনুরোধ জানাচ্ছি। আপনারা হয়তো চেষ্টা করলে এই বিষয়টি বিফলে যাবেন না। চেষ্টা করলে আমরা একাধিক সাপোর্ট পাব বলেও আশা করছি।