Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 14/04/2023, 17:02:08 UTC
⭐ Merited by Little Mouse (1)
আচ্ছা, বিটকয়েন এর Taproot আপগ্রেড নিয়ে কে কি কি জানেন? এই ডেভেলপমেন্ট বিটকয়েনে কি কি ফিচার যোগ করেছিলো? আমার জানামতে Taproot আপগ্রেড ২০২১ সালে আসে। যেটা একটা সফল হার্ডফোর্ক ছিলো এবং এটা বিটকয়েন প্রটোকলের মূল কোড পরিবর্তন করে দিয়েছিলো।

এটা মূলত ব্লকচেইনের সিকিউরিটি বাড়ানোর জন্য করা হয়েছিলো। Taproot কি স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম নাকি? আমার জানার ইচ্ছে। ইন্টারনেটে দেখলাম এটা একটা স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম। ইন্টারনেটের সকল তথ্য আসলে বিশ্বাস করা কঠিন।

আমার জানা মতে এটা বাস্তবায়িত হয় ২০২১ সালে -snip-

-snip-

কি দরকার ইন্টারনেট থেকে আরটিকেল খুজে বের করে ট্রান্সলেট করে পোষ্ট করার? আপনাদের কি মনে হয় না যে আমি ট্রান্সলেট করতে পারি? আপনাদের কি মনে হয় আমি ইন্টারনেট এ খুজি নাই? অটোমেটেড ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করা ফোরামের রুলস বিরুধী
27. Using automated translation tools to post translated content in Local boards is not allowed.
এই পোষ্ট গুলা রিপোর্ট করলে ব্যান খাইতে পারেন। হুদাই নিজের ক্ষতি নিজে করতে যান কেনো?
আপনাদের নিজেদের যদি কোনো ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স না থাকে, দয়া করে সেটা নিয়ে লিখবেন না।

projectdevelopment, Worsh, Bitcoin_News_MS এই সক পাপেট গুলা কি শুরু করলো? আপনারা কি মনে করতেছেন বলেন তো? এসব আজাইরা পোষ্ট করে মেরিট পাবেন? আপনারা ফোরমের কোনো নিয়ম মানতেছেন?

Suzume আপনি তো বাংলায় ভালোই লেখতেছিলেন। হঠাৎ করে কি শুরু করছেন? মান সম্মান খাওয়ার তো আরো উপায় আছে দুনিয়ায়।
এক কথায় খুবই ডিসএপয়েন্টেড! @BitcoinDream, ভাই আপনারে খুব দরকার! রিপোর্ট করলে তো ব্যান খাবে। আপনি পারলে ক্লিয়ার করে দিয়েন।