Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 23/04/2023, 12:00:43 UTC
ঈদ মোবারক সবাইকে।

ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আমার আবার পাঞ্জাবি ছিড়তে আসিয়েন নাহ Grin


কেউ FOMO কইরেন নাহ, কেননা নাহ যেমনটা লাভ হবে। তার থেকে বেশি ক্ষতির সম্মুখীনও হতে পারেন।  Wink


PEPE টোকেনের মালিক ইতোমধ্যেই একটি জায়ান্ট হোল্ডিং এড্রেসকে ব্ল্যাকলিস্টেড করতে বাধ্য হয়েছে। জানিনা কি কারনে এত বড় অ্যামাউন্ট এর একটি ব্যক্তিগত এড্রেসকে যেখানে $850000 সমমূল্যের  PEPE টোকেন ছিল সেই এড্রেসটি কালো তালিকাভুক্ত করা হয়েছে

আমার সরবরাহ করা খবরটি পড়ে দেখলাম, মূলত স্মার্ট কন্ট্রাকের বিভিন্ন ফাংশন থাকে এবং PEPE টোকেনের প্রতিষ্ঠাতারা সেই এড্রেসটিকে সোয়াপের কিংবা টোকেন ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত করেছে এবং PEPE এর প্রতিষ্ঠাতারা চাইলেই আবার সেই এড্রেসটি অনুমতি ফেরত পাবে। আর এটি নতুন কিছু নাহ, কেননা যারা Tornado Cash ব্যবহার করত, তাদের ওয়ালেটকে বিভিন্ন Lending প্লাটফর্মেও ব্লাকলিস্টেড করা হয়েছিল।

আমার যতটুকু ধারণা PEPE প্রতিষ্ঠাতারা এটি করেছে যেন, টোকেনের হোল্ডাররা টোকেনের মূল্য ডাম্প করবে ভেবে বিক্রি করা শুরু নাহ করে। কারণ সেই এড্রেসটি নিয়ে ইতিমধ্যে টুইটারে অনেকে কথা বলতেছে। আর অনেকে নজরে রাখতেছে যে, কখন PEPE টোকেন বিক্রি করবে। কারণ ওই এড্রেসটি টোকেন একযোগে বিক্রি করলে টোকেনের মূল্য সেই ডাম্প পাবে। আর সকলে বিক্রি করা শুরু করলেটোকেনের মূল্য কই যাবে, সবার আশা করি ধারণা আছে।  Wink




হাহা, এটা ছিল মার্কেটের অবস্থা।