Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 23/04/2023, 14:04:23 UTC
বিটকয়েন পড়ল ২১ শতাংশ, প্রায় দেউলিয়া FTX; কী আছে ক্রিপ্টো-গ্রাহকদের কপালে?

কোনো খবর পড়ার বা শেয়ার করার আগে তারিখ টা অন্তত দেখে নিবেন। ২০২২ সালের নভেম্বর মাসের নিউজ এখন শেয়ার করার কোনো মানে হয় না।

ঈদ মোবারক সবাইকে।

ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আমার আবার পাঞ্জাবি ছিড়তে আসিয়েন নাহ Grin

ঈদ মুবারক সবাইকে।
ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আপনার পাঞ্জাবি ছিড়তে যাবো না। আপাতত মোবারক নাকি মুবারক সেটা বলেন। নইলে লুঙ্গি ছিড়ে ফেলবো। Grin

গঠন মূলক কি পোষ্ট করবো সেটা নিয়ে ভাবছি। বিটকয়েন নিয়ে কে কি জানতে চান? আমি যা জানি সেটা শেয়ার করবো। না জানলে শিখবো।