ঈদ মোবারক সবাইকে।
ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আমার আবার পাঞ্জাবি ছিড়তে আসিয়েন নাহ

ঈদ মুবারক সবাইকে।
ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আপনার পাঞ্জাবি ছিড়তে যাবো না। আপাতত মোবারক নাকি মুবারক সেটা বলেন। নইলে লুঙ্গি ছিড়ে ফেলবো।

গঠন মূলক কি পোষ্ট করবো সেটা নিয়ে ভাবছি। বিটকয়েন নিয়ে কে কি জানতে চান? আমি যা জানি সেটা শেয়ার করবো। না জানলে শিখবো।
ভাববার বিষয়, আমি এটি ভেবে দেখি নাই। বাই দি রাস্তা, লুঙ্গি নিয়ে বড়ই বিপদে পইড়া গেলাম, যদিও আমি লুঙ্গি শুধুমাত্র রুমে পইড়া থাকি।

আপনি এখানে জিঞ্জেস করলে, খুব কমই রিপ্লাই করবে। এর থেকে ভালো যেসকল বিষয় এখনো আলোচনা হয়নি, সেটি নিয়ে পোষ্ট করা শুরু করেন। আমিও আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট করতাম, কিন্তু এখন অন্য কারো পোষ্টের অপেক্ষা করতে হবে, যেন পরপর দুইটা পোষ্ট আমি নাহ করি।
