Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Dimitri94
on 04/05/2023, 10:18:56 UTC
⭐ Merited by LDL (1) ,Crypto Library (1) ,roksana.hee (1)


এখন আসি আপনার ১৪ ডলার ফি তে। আমি মাত্র মোবাইলে চেক করে দেখলাম, এইরকম কিছুই দেখি নি। আপনি কি 2FA ওয়ালেট ব্যবহার করছেন? 2FA ওয়ালেট এর জন্য আলাদা একটা ফি দিতে হয় কারণ, এইটা থার্ড পার্টির সাথে একটা মাল্টিসিগ্নেচার ওয়ালেট। এইটা একটু জানান।

Little Mouse ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘ ৩০ মিনিট বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর আমি সমস্যাটির সমাধান করতে পেরেছি।@Little Mouse ভাই যদি না থাকতো তাহলে হয়তো আমি এই সমস্যাটি সমাধান করতে পারতাম না। ফলে বরাবরই আমার বেশি পরিমাণ ফি দেওয়া লাগতো। সমস্যা হয়েছিল আমার Electrum wallet 2FA SegWit করা ছিল । যারা পরবর্তীতে এই ওয়ালেট ব্যবহার করবেন তারা 2FA disable করে রাখবেন।
2FA active থাকলে বেশি পরিমাণে এক্সট্রা ফি দিতে হয়।

@Little Mouse ভাইয়ের অনেক গুলো গুনের মধ্যে বড় গুন হল তিনি যে কোন কঠিন বিষয়টিকে খুব সহজভাবে পরিবেশন করতে পারেন যা সব ধরনের ইউজারদের উপলব্দি করা সহজ হয়।
যাই হোক পরিবারের কয়েকজন সদস্যেদের অসুস্থতার জন্য অনেক দিন ফোরামে যুক্ত হতে পারিনি। আজকে আবারও যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরই আমার চোখে পরল @LDL ভাইয়ের একটি পোস্ট। সেই পোস্ট এর উপর রিসার্চ করে বেশ কিছু বিষয় আরও পরিস্কার হলাম। সেই বিষয়ে কিছু বলার আগ্রহ প্রকাশ করিছ।

বিটকয়েন লেনদেনের জন্য মাইনিং ফি হল খনি শ্রমিকদের দেওয়া একটি ছোট পরিমাণ বিটকয়েন যা ব্লকচেইনে অর্ন্ত্ভুক্ত এবং প্রক্রিয়াকরনের জন্য প্রদান করা হয়। এই মাইনিং ফি সাধারনত প্রতি বাইট সাতোশির উপর নির্ভর করে পরিমাপ করা হয়।

যখন কোন ব্যেক্তি ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার করে বিটকয়েনে একটি ট্রানজেকশন করবে তখন সেই সময়ে নেটওয়ার্কের অবস্থার উপর নির্ভর করে সংক্রিয়ভাবে একটি প্রস্তাবিত টানজেকশন ফি ধরা হবে।মূলত এই ফি টি লেনেদেনের জন্যে একটি নির্দিস্ট সময়ের মধ্যে প্রক্রিয়াকরন করা হবে তার নিশ্চয়তা প্রদান করে।

ইলেক্ট্রম ওয়ালেটে অতিরিক্ত ফি হিসেবেও একটি ফি ধার্য করা হয়ে থাকে যা আপনার লেনদেনকে আরও দ্রুত সময়ে প্রক্রিয়াকরনের জন্য প্রস্তাব করে। যা সেই লেনদেনের উপর যুক্ত করা যেতে পারে। তবে এটি আপনার ইচ্ছার ‍উপর নির্ভর করবে। আপনি চাইলে এটিকে ম্যানুয়ালি কম অথবা বেশি করে দিতে পারেন যা সম্পুর্নভাবে আপনার উপর নির্ভর করবে।



স্বাভাবিভাবে যদি নেটওয়ার্ক কনজেশন থাকে তাহলে এই ধার্যকৃত অতিরিক্ত ফি আপনার লেদেনকে দ্রুততার সহিত প্রক্রিয়া করতে সাহায্য করবে। মাইনাররা সেই ট্রানজেকশনটিকে দ্রুত ব্লকে অর্ন্তভুক্ত করার জন্য প্রভাবিত করে থাকে।

আমাদের একটি বিষয় জানা উচিত যে মাইনিং ফি এবং অতিরিক্ত ফি Electrum এ একই বিষয় নয়। সাধারনত মাইনিং ফি হল নেটওয়ার্কে একটি লেনদেন প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় পরিমাণ এবং অতিরিক্ত ফি হল একটি ঐচ্ছিক অতিরিক্ত ফি যা লেনদেনকে অগ্রাধিকার দেওয়ার জন্য যোগ করতে পারেন।

ইলেক্ট্রাম ওয়ালেটে, আপনি চাইলে একাধিক ওয়ালেট তৈরি বা ইমপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে সেখানে ওয়ালেট গুলো এক সাথে দেখতে পারেন। এখানে অনেক গুলো ওয়ালেট এক সাথে থাকলেও আলাদা আলাদা  ব্যেক্তিগত কি বা ফ্রেস দ্বারা সেট করা হয়। বিভিন্ন কারনে একজন বিটকয়েন হোল্ডার একাধিক ওয়ালেট ব্যবহার করতে পারেন। বিশেষ করে তার ব্যেক্তিগত ট্রানজেকশন বা ব্যবসায়িক উদেশ্যে ট্রানজেকন করা হতে পারে। সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন একাউন্ট দিয়ে আপনি আপনার সেই কাজ গুলো সম্পাদন করতে পারেন। এক্ষেত্রে আপনার একাউন্টের গোপনীয়তা রক্ষা করা যায়। বিভিন্ন একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন সেটিং গুলো একটিভ করারও ‍সুযোগ থাকে।

প্রতিটি ক্ষেত্রে এক্সটা ফি একই হবে না কারন নেটওয়ার্ক কনজেশনের উপর এই ফি ডিপেন্ড করে।



Electrum ওয়ালেটের উপর নির্ভর করে আমি যা বুঝি সেটি হল ধরুন আপনি কয়েকটি ব্যবাসায়ের একজন একক মালিক। আপনি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্নি ব্যাংক একাউন্ট ব্যবহার করেন। সেক্ষেত্রে ব্যাবসায়িক কার্য নির্বাহের জন্য প্রচুর অর্থ প্রয়োজন হয় যা আপনার সেই একাউন্ট থেকে উত্তোলন করা হয়। কিন্ত ‍কোন কারনে আপনার ব্যাবসায়িক সেই একাউন্টের টাকা শেষ হলে আপনাকে অবশ্যই আপনার অন্য কোন একাউন্টের অর্থ সেখানে দিতে হতে পারে। আপনি যখন সেই অর্থ পেরন করলেন তখন আপনি নিজের একাউন্টে নিজেই অরর্থ প্রেরন করলেন। বিটকয়েনের ক্ষেত্রে যদি একই চিন্তা করেন তাহলে বিষয়টি সহজ হবে। আপনার বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন বিটকয়েন ওয়ালেট থাকতে পারে এবং প্রয়োজন অনুযায়ি আপনি সেখানে লেনদেন করতে পারেন।