আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে ।
অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো ।
আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।
কোন সেমিনার? দয়া করে আরো বিস্তারিত জানাবেন কি? আর আপনার কাছে এইসব কথাগুলোর কোন রেকর্ড আছে? আমার মনে হয় না আগামী ৩/৪ বছরেও বিটকয়েনকে দিতে পারবে। কারণ বৈধতা দেয়ার জন্য যেসব টুলস লাগবে (মনিটরিং এর জন্য) এবং সেগুলোর খরচ অনেক বেশি। এইসব বিষয় নিয়ে একাডেমিক শিক্ষাতে কিছুই যোগ হয় নি বলে টুলসগুলোর খুব ভালো প্রয়োগও পারবে না। কারণ, যোগ্য লোকের খুবই অভাব।
যাই হোক, সেমিনার এর বিস্তারিত এবং যদি কোন রেকর্ড থাকে তাহলে জানাবেন।
আমাদের দেশে বিটকয়েনকে বৈধ না করাই ভালো। ভারতেই ৩০% কর (tax) নেওয়া হয়। আমরা ভারতের পার্শ্ববর্তী দেশ। এদেশের কথা তো সবারই জানাই আছে, আমাদের দেশে হয়তো ভারতের থেকে কম ট্যাক্স নিবে না, তার থেকে আরো বেশি(tax) ধার্য করা হবে।
ট্যাক্স আপনি বিনিয়োগের উপর তো দেবেন না। আপনার প্রফিটের উপর দেবেন। ট্যাক্স তখনই দেবেন যখন আপনি আপনার বিনিয়োগ করা কয়েন বিক্রয় করবেন এবং সেই বিনিয়োগ থেকে আপনি প্রফিট করতে পারবেন। আপনার unrealized গেইন থেকেও ট্যাক্স নেয়া হবে না। আমাদের বেশিরভাগ মানুষই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে। এইখানে আমি খুব বেশি চিন্তার কিছু দেখি না।
রেগুলেশন যদি না হয় তাহলে লিগ্যাল কিভাবে হবে। এইরকম নিয়ম কানুন ঠিক করে কেবল তখনই লিগ্যাল করবে। একটা জিনিস ভালো হবে। লিগ্যাল করার কিছুদিন পর অনেক মানুষ ধরা খাবে।