Post
Topic
Board Other languages/locations
Re: "হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান
by
Bd officer
on 10/05/2023, 14:18:07 UTC
৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না।
আমি বলেছিলাম 50% এর নিচে ট্যাক্স ধরা হবে। কত হবে তা আমি সঠিক ভাবে বলিনি।

৩০% ভ্যাট করতেই পারে  সন্দেহ নাই কারন বেশিরভাগ মার্কেট বা সার্ভিস প্রোভাইডার ২০% এর উপরেই চার্জ করে থাকে সেখানে বাংলাদেশ ও করতে পারে,
যাইহোক ভাই আগে বৈধ করে দিক আমাদের দেশে। তার পর ভাবা যাবে কত % টেক্স ধার্য করা হয়। যাই করুক আমাদের আর কিছু করারা থাকবে না, সরকার যা বলবে তাই আমাদের মানতে হবে। সরকারের বাহিরে আমরা কিছু করতে পারবো না।