Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 27/05/2023, 15:51:27 UTC
যেদিন বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি সিকিউরিটি সিস্টেমকে বৈধতা দেবে সেইদিন বাংলাদেশের প্রতিটি মানুষ বিটকয়েন সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান লাভ করবে।
বিটকয়েন নিয়ে জানার জন্য এর বৈধতার প্রয়োজন নেই। আপনি চাইলেই অনলাইনে সব কিছু শিখতে পারবেন। বৈধতা হয়তো এটাত বিস্তার বাড়াবে এবং ব্যাবহারকারী বাড়াবে৷ বাংলাদেশে অলরেডি কিছু ব্লকচেইন ডেভেলপার আছে। তবে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে না আপাতত। আপনার অজান্তেই হয়তো আপনি কোনো শিটকয়েন হোল্ড করছেন যেটার ডেভেলপার হয়তো বাংলাদেশি। নিজের ক্রিপ্টোকারেন্সি বানানো এখন কোনো ব্যাপার ই না।

কাট

দয়া করে বানানো গল্প শেয়ার করবেন না। আমার জানামতে এমন কোনো খবর কখনোই শুনি নাই যেখানে বিটকয়েন দিয়ে বার্গার কেনা হতো। আপনি হয়তো পিজ্জার কথা শুনেছেন। কোন দেশে বিটকয়েন বার্গার ডে পালিত হয়? দয়া করে রেফারেন্স দিবেন। রেফারেন্স ছাড়া আষারে গল্প বলে লাভ নেই।

যে টুইট গুলো পোস্ট করেছেন, সাথে সেই টুইটএর লিংক পোস্ট করবেন। নয়তো কপি পেস্ট এর জন্য আইডি ব্যান খেয়ে যাবেন।