দিন যাচ্ছে মানুষের মনে বিটকয়েনের প্রতি আস্থা বাড়ছে। একযুগ এর বেশি সময় ধরে বিটকয়েন টিকে রয়েছে, মানুষের অন্তরে বিটকয়েন জায়গা করে নিচ্ছে। আমরা জাতি হিসেবে বিটকয়েনে অনেকটাই পিছিয়ে রয়েছি। আমাদের বাংলাদেশ নিয়ে বলি যখন বিটকয়েন বৈধ করা হবে। তখন আমার মনে হয় আমাদের বাংলাদেশ বিটকয়েন সম্পর্কে ইংরেজি বইতে (প্যারাগ্রাপ) দেখতে পাবো এবং বাংলা বইতে বিটকয়েন সম্পর্কে হয়তো রচনা দেখতে পাবো। আমাদের দেশেও বিটকয়েন ইস্কুল বা বিশ্ববিদ্যালয় পড়ানো হবে। সম্পূর্ণ কথাটি আমি আমার নিজে থেকেই বলা এই তথ্য নিয়ে কোন জায়গায় কোন পোস্ট বা নিউজ দেখতে পাইনি।
এমন এক সময় আসবে বিটকয়েন পুরো বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করবে। সবাই বিটকয়েন ব্যবহার করতে শুরু করবে হয়তো।
আজকে আরেকটা বিষয় দেখতে পেলাম। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল প্রেমিক এমন কোন লোক নেই যে তাকে চিনেন না। রোনালদো বিটকয়েন ও বাইনান্স নিয়ে কিছু হয়তো কাজ শুরু করে দিয়েছে। বিটকয়েনে ম্যাগাজিনে একটি টুইট দেখতে পেলাম, রোনালদো বাইন্যান্সের লোগো দেওয়া একটি টি-শার্ট পরে ছবি আপলোড দিয়েছেন।
https://talkimg.com/images/2023/05/27/0700c62c6cc12164f772eb3df01262e4.jpegSource
কাট
ধন্যবাদ আপনাকে আপনি বাংলাদেশী হয়ে পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করেছেন। পিজা কনটেস্টে বেশিরভাগ আমাদের বাংলা লোকাল কমিনিউটির মেম্বাররা অংশগ্রহণ করেছে। পিজা কনটেস্টে আমাদের এখনো অনেক বাংলাদেশের ভাইয়েরা আছেন তারা এখনো অংশগ্রহণ করেননি। যাইহোক এক তারিখ পর্যন্ত কনটেস্টে চলমান থাকবে। যারা এখনো অংশগ্রহণ করেননি তারা অংশগ্রহন করার চেষ্টা করবেন।
Jack051 আপনি ঠিকই বলেছেন এটি অনেক আগেই নতুন ব্যবহারকারীর জন্য বিস্তারিত জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই আমাদের লোকাল কমিউনিটিতে অনেক মেম্বার যুক্ত হয়েছেন। অনেকটাই ভালো লাগছে আমাদের লোকাল কমিউনিটির সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সদস্য বৃদ্ধি হয়েও কোন লাভ হচ্ছে না। আমার মত অনেক নিউবি একাউন্ট অনেক সদস্য দেখা যায় এক লাইনের পোস্ট করে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করছি আপনাদের পোস্টগুলি অবশ্যই ২-৩ লাইনের উপরে রাখার চেষ্টা করবেন। মানসম্মত পোষ্টের মতো দেখা যাবে। আমাদের লোকাল কমিউনিটির উন্নত হবে। গত কয়েকদিন ধরেই আমাদের লোকাল কমিউনিটিতে পোষ্টের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় অতি শীঘ্রই আমাদের লোকাল থ্রেড লোকাল বোর্ডে পরিনত হবে।
ধন্যবাদ, কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি সিকিউরিটি সিস্টেম বৈধ নয়। এছাড়াও আমাদের বাংলাদেশের সার্ভার সিস্টেম এর সিকিউরিটি এতটাই দুর্বল যে খুব সহজেই হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যার বিনিময়ে অর্থ চেয়ে থাকে কিন্তু সেই সার্ভার সিস্টেমকে আমাদের নিয়ন্ত্রণ নিতে অনেক বেশি দেরি হয়ে যায় এ সময় তারা আমাদের অনেক গোপন তথ্য বা বার্তা নিয়ে নেয়। এর জন্য আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করা দরকার, যাতে আমরাই আমাদের সার্ভার সিস্টেম কে নিয়ন্ত্রণ করে রাখতে পারি।
ক্রিপ্টোকারেন্সি সিকিউরিটি সিস্টেমকে বৈধতা দেবে সেইদিন বাংলাদেশের প্রতিটি মানুষ বিটকয়েন সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান লাভ করবে।