আসসালামু আলাইকুম সবাইকে,
ওয়ালাইকুম আসসালাম
@Bitcoin _People
আশা করছি সবাই আমাকে স্বাগতম জানাবেন।
আপনি এতদিন পর বুঝতে পেরেছেন যার কারণে বাংলায় এসেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তবে আমি মনে করি আপনি বলেছেন অনেক আগে থেকেই বাংলা পোস্টগুলো পড়েন কিন্তু বাংলায় পোস্ট করেননি আসলে এটা আপনার ভুল। আপনি যদি অনেক আগে থেকে বাংলা কমিটিতে থাকতেন তাহলে অনেকে এগিয়ে যেতে পারতেন আর আপনি যেহেতু এই মুহূর্তে ভাল একটি পর্যায়ে রয়েছেন তাই হয়তো আপনার সাপোর্টের প্রয়োজন তার জন্য বাংলা লোকালে এসেছেন। যাইহোক যেহেতু আপনি বুঝতে পেরেছেন এবং হয়তো আপনার বাংলা ভাষার মায়ায় আমাদের লোকাল বোর্ডে এসেছেন তবে আপনাকে বলতে চাই আপনি প্রতিনিয়ত আমাদের সাথে এই কমিউনিটি একটিভ থাকার চেষ্টা করবেন।
সত্যিই আপনার পিজ্জা বানানো গুলো অনেক সুন্দর হয়েছে একদম ইউনিক। আমি আপনার পিজ্জা বানানো দেখি সত্যিই মুগ্ধ হয়েছি আপনার মত করে পিজ্জা বানালে অবশ্যই কম্পিটিশনে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি লক্ষ্য করেছি অনেক লোক আছে যারা বানিয়ে আলু ভর্তা বানিয়ে রেখেছে তারা অবশ্য শুধু মেরিটের জন্য এরকম করেছে তবে আপনার পিজ্জা গুলোর প্রসেস দেখে তাদের পিজ্জা বানানো উচিত

। আমি পিজ্জা তৈরি করেছি কিন্তু এতটা ভালো হয়নি আপনার মত করে অবশ্য আমার দ্বারা বানানো সম্ভব হবে না আপনার বউ আপনাকে সাহায্য করেছে যার জন্য সুন্দরভাবে পিজ্জা তৈরি করতে পেরেছেন

।
আমাদের বাংলা লোকাল বোর্ডের অনেক লোকেই পিজ্জা কম্পিটিশনের অংশগ্রহণ করেছেন তারা যে যেমন করে ফেলেছে তেমনি পিজ্জা তৈরি করেছে।
আমাদের লোকাল বোর্ডের দুইজন জ্ঞানী সদস্য এখনো পিজ্জা কম্পিটিশনে যুক্ত হয়নি
[/quote]@Crypto Library
আমাদের লোকাল বোর্ডের একজন সিনিয়র সদস্য Crypto Library ভাই মাত্র অল্প কয়েকটা মেরিঠ লাগে তার hero member পথ গ্রহণ করার জন্য আমি আশা করি অতি শীঘ্রই আপনি হিরো মেম্বার হয়ে যাবেন। ইতিমধ্যেই আপনি বলেছেন পিজ্জা কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কাজ তৈরি করে দিয়েছেন বেশি সময় লাগবে না হয়তো পিজ্জা তৈরি করতে। আমরা আপনাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করব হিরো মেম্বার হওয়ার জন্য আমাদের বাংলা বোর্ড থেকে রেংক আপ হলে এটা আমাদের আনন্দের একটি বিষয়।@
@learn Bitcoin ভাই হয়তো সময় পাচ্ছে না পিৎজা তৈরি করার জন্য তবে আমি আপনাকে আগ্রহ জানাচ্ছি পিজ্জা কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কিছু সময় হাতে নিয়ে পিজ্জা তৈরি করে কম্পিটিশনে যুক্ত হন।
~~~
হ্যাঁ পিজ্জা বানানোর প্রসেস অলরেডি চালু হয়ে গিয়েছে আটা ময়দাতে ইস্ট দিয়ে রেখেছি। আর একটু পরে আর কাজগুলো কমপ্লিট করে হয়তো পোস্ট দেওয়া হয়ে যাবে । হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন বর্তমানে একটু বিজি থাকার কারণে ফোরামে আগে যেরকম টাইম দেওয়া হতো ঠিক তেমন দিতে পারতেছি না। ম্যানেজারকে এখনো বলিনি তবে মিনিমাম রিকোয়ারমেন্ট পূরণ করে যাচ্ছি শুধু।
যাই হোক সাপোর্ট গুলোর জন্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আপনি শত কাজের ব্যস্ততার মাঝেও সময় বের করে পিজ্জা বানানো চালু করে দিয়েছেন। অবশ্য আপনি অতি শীঘ্রই পিজ্জা বানিয়ে পোস্ট করবেন এবং আমরা আপনার এই পিজ্জা টি দেখার জন্য অপেক্ষা করবো। আপনার পিজ্জা বানানো রেসিপি গুলো মার্জিত হবে। আপনি হয়তো বর্তমানে পড়ালেখা সহ বিভিন্ন কাজের ব্যস্ততায় সময় দিতে পারছেন না। আপনার জন্য দোয়া রইল অতি শীঘ্রই আপনি হিরো মেম্বার পদমর্যাদা অর্জন করবেন এবং আপনাকে আমরা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করার চেষ্টা করব।