Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 31/05/2023, 11:56:48 UTC
⭐ Merited by Fuso.hp (1) ,Nothingtodo (1)
আজকে Meta একটা ট্রপিকে দেখতে পেলাম লোকাল বোর্ডের প্রতি মাসের চার্ট ও এক্টিবিটি নিয়ে থ্রেডটি তে দেখতে পেলাম। @Learn Bitcoin ভাই একটা প্রশ্ন করেছিলেন আমাদের লোকাল থ্রেড নিয়ে। তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন তুলে ধরে বলেছিলেন আমরা কি অতি শিগ্রই লোকাল বোর্ডে পেয়ে যাবো। প্রশ্নের রিপ্লে করে @Rikafip স্যার বলেছিলেন। এই বিষয় নিয়ে @cyrus ও @thyemos ভালো জানেন কিন্তু তিনি অনুমান করেছিলেন খুব শিগ্রই হবে না, আগামী কয়েক মাসের মধ্যে হবে না। সিনিয়র ভাইদের কাছে আমার প্রশ্ন আমরা কি এই বছরে লোকাল বোর্ড পাবো?
আমরা কোন বছর লোকাল বোর্ড পাবো কেউ জানে না। আমাদের লোকাল বোর্ড এর এপ্লিকেশন আপাতত ইনএকটিভ। আমরা সামনে হয়তো লোকাল বোর্ড এর জন্য আবেদন করবো। তবে তার আগে আমাদের আরো কিছু মেমবার যোগার করতে হবে যারা কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করে। আমাদের একটিভ মেম্বার দরকার, একটিভিটি বাড়ানো দরকার। পাকিস্তান থ্রেড এর ৭০০ পেজ হয়ে গেছে আর ওনাদের এপ্লিকেশন এখন একটিভ আছে। দেখার বিষয় ওনাদের কতোদিন লাগে। ওনাদের ডেডিকেটেড মেরিট সোর্স ও আছে। আমরা পাকিস্তান থ্রেড থেকে অনেক পিছিয়ে ছিলাম। তবে কয়েকমাসের একটিভিটি তে আমরা এগিয়ে যাচ্ছি। এখন দেখার বিষয় আমরা এটা ধরে রাখতে পারি কি না।

bitcointalk ফোরাম এর নতুন সদস্য আমি।কিন্তু বিটকয়েনটক ফোরাম কিভাবে কাজ করে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। অর্থাৎ কিভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছি না।bitcoin সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে । তাই কোনো সিনিয়র ভাই যদি আমাকে এই বিষয়ে সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। আমি মেইনলি জানতে চাচ্ছি কিভাবে পোস্ট করতে হয় আর কোথায় করতে হয়।আর মেরিট কিভাবে পাওয়া যাবে?।
অগ্রিম ধন্যবাদ ।
ফোরামে আপনাকে স্বাগতম। এই থ্রেড এর প্রথম পেইজে সব কিছু লেখা আছে। আপনার সুবিধার জন্য কোট করে দিলাম। সময় নিয়ে এই ৭ টি পোষ্ট মনোযোগ দিয়ে পড়বেন। এটা পড়ার পর কোনো কিছু না বুঝলে বা কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করবেন। অবশ্যই উত্তর দেয়ার চেষ্টা করবো।