Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 13/06/2023, 17:41:54 UTC
এই ভাইটির পোস্টে আমার খুবই ভালো লেগেছে @sj13 ভাই সম্পর্কে যে কথাগুলো বলেছেন একদম সঠিক কথা বলেছেন। আমার মনে হয় @sj13 সে নিজেকে খুব চালাক ভাবেন কিন্তু তার চালাকি গুলো বাংলা লোকাল বোর্ডের সকল সিনিয়র মেম্বার, জুনিয়র মেম্বার সবাই ধরে ফেলবে সেটা সে বুঝতে পারেনি।
আমি অনেক খোঁজাখুঁজি করলাম এবং তাদের মধ্যে কোন কানেকশন দেখার চেষ্টা করলাম, কিন্তু সঠিক তথ্য না পাওয়ার জন্য তাকে সম্পূর্ণ দোষী বলে ধরা যাচ্ছে না। ট্রানজেকশন এবং পোস্ট এর ধরণের মধ্যেও কোন প্রকার মিল পেলাম না। যেহেতু CryptoE@rn804 এনার আইডি থেকে মেরিট বিক্রি করার কথা এসেছে এবং তার প্রোফাইলে সেন্ডেবল কোন মেরিট নেই সুতরাং হতে পারে এটি কোন স্ক্যাম অথবা এনার কোন আলাদা অ্যাকাউন্ট আছে যেখান থেকে তিনি মেরিট বিক্রির জন্য বলেছেন। সঠিক ইনফরমেশন ছাড়া কাউকে এভাবে হ্যারাস করা ঠিক না। আপনারা যে তার পিছনে এভাবে উঠে পরে লেগেছেন তা কিন্তু সঠিক তথ্যের ভিত্তিতে না। আমার যতটুকু সম্ভব ততটুকু আমি ঘাটাঘাটি করেছি কিন্তু তাদের মধ্যে কোন প্রকার কানেকশন পাই নাই। সুতরাং এখানে আমি বলব না যে দোষটা আসলে sj13 ভাইয়ের।
মেরিট কেনা বেচার কথা উল্লেখ করেছে CryptoE@rn804। সুতরাং প্রথমত দোষটি তার। এখন সবার যৌথ প্রচেষ্টায় যদি আপনারা কোন প্রকার কানেকশন খুঁজে বের করতে পারেন তবে আমরা অবশ্যই তাকে শাস্তি দিব।
বিনা কারণে একজনকে দোষী সাব্যস্ত করা এবং তার ভিত্তিতে তাকে শাস্তি দেওয়াটা মোটেই ঠিক হবে না বলে আমি মনে করি। সুতরাং যতক্ষণ পর্যন্ত সঠিক এভিডেন্স না পাচ্ছি ততক্ষণ বিষয়টা একটি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়াই ভালো।

~snip
ভাই নিজের জায়গা থেকে যদি আপনি ঠিক থাকেন তাহলে আপনার কিছুই হবে না।  আপনার আইডির বয়সের ক্ষেত্রে আপনার মেরিট সংখ্যা অনেক বেশি। হয়ত আপনি নিজ দক্ষতাতে এটি পেয়েছেন, কিন্তু বছরের পর বছর যারা কষ্ট করে নিজেদের মেরিট করেছে তারা দেখলে অবশ্যই হিংসা করবে। আর আমাদের মত ছোটখাটো একাউন্টদেরকেই এইসব বিষয়ে বেশি টানা হয়।  পূর্বের ঘটে যাওয়া কিছু ঘটনা বর্তমান এবং ভবিষ্যৎ দুটিকেই পিছু ছাড়বে না। কথায় আছে নিজের ভালো পাগলও বোঝে। সুতরাং নিজের একাউন্টটি কিভাবে ঠিক রাখা যায় সেদিকে খেয়াল রাখুন এবং নিজের মতো করে পোস্ট করতে থাকুন। আর নিজে যদি কখনো ভুল করেও থাকেন তাহলে সেটিকে মেনে নিয়ে ক্ষমা চেয়ে নিন এবং পরবর্তীতে সেগুলো করা থেকে বিরত থাকুন।  কথাটা এই জন্য বললাম কারণ না জেনেও ভুল হয়ে যায়।  আমার নিজের প্রোফাইলেই দুইটা নিউট্রাল ট্যাগ আছে।  সুতরাং এখানে আমার আর বলার কিছুই নাই, নিজেকে সেফ রাখুন এবং বিপদের সময় যথেষ্ট এভিডেন্স রাখুন আপনাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য।