Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 14/06/2023, 17:21:55 UTC
এর কারনেই বাংলাতে থাকতে ভয় লাগে। বাংগালীর স্বভাব এটাই যতই বলেননা কেনো বাংগালীর খাই খাই স্বভাব কোনোদিনও যাবে না। আমি এই কথা দুইদিন আগেও বলছে যে এখানে আল্ট ব্যবহার করে অনেকে নিজেই নিজের একাউন্টে মেরিট দিয়ে আখের গোছানোর চেষ্টায় আছে এরা ঝামেলায় পড়বে এবং এখন দেখতে তারা তো মরবেই সাথে নিস্পাপ কিছু একাউন্ট নিয়েও মরবে। বাংলাতে আমি প্রতিনিয়তই পোস্ট পড়ি এবং অনেক কিছুই দেখতে পাই অনেক ভালো পোস্ট পরে থাকে মেরিট পায় না কিন্তু (কংগ্রাচুলেশনস, ধন্যবাদ অমক তোমক লিখেই মেরিটের ছড়াছড়ি। দুইদিন পর পরই দেখা যায় কংগ্রাচুলেশনস এর বৃষ্টি হয়। আবার একজন যখন Full Member+ হয়ে যায় তার বাংলা ফোরামের সার্থ শেষ তখন একটা সিগনেচারে জয়েন হলেই দেখা যায় সে বাংলা থেকে ধীরে ধীরে হাওয়া হয়ে যাচ্ছে এবং পড়ে থাকে নতুন একাউন্টগুলো এরা তো আবার যা মন চায় তাই লিখে পোস্ট করে (কে কি খাইলো, আজকে নামাজ পড়ছো কে, সামনে ঈদ, অমক তোমক হাবি জাবি যা ক্রিপ্টো রিলেটেড কিছু না। এভাবে বাংলা বোর্ডে কোনোভাবেই ভালো করা সম্ভব না।
কে ভাই আপনি? আমার মনের কথা গুলার সাথে আপনার কথার এতো মিল পাইলাম কেনো?এই কথা গুলো আমি অনেকদিন ধরে লিখবো ভাবতেছিলাম, কিন্তু সবাই তো নেগেটিভ ভাবে নিবে তাই লেখি নাই। তবে মাঝে মাঝে আমি কিছু কথা তুলে ধরি। থ্রেড এ কোন পোস্ট টা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না, সেটাও পাবলিক বুঝে না। একজন র‍্যাংক আপ করলে দেখি ছবি এডিট করে সেটাতে নাম লিখে কংগ্রাচুলেশনস জানাতে থাকে। মজার ব্যাপার হলো, একই ছবি তে শুধু নাম আর রেংক চেঞ্জ করে সবাইকেই কংগ্রাচুলেশনস জানায়। আর এসব পোস্ট গুলাতেই মেরিট আসে। সিরিয়াল ধরে মেনশন করা হচ্ছে, পোস্ট ভালো হলে বলে ধন্যবাদ, এগিয়ে যান। পোস্ট দেখে মনে হয় সিনিয়র রা রাজনৈতিক লিডার, ওনাদের সাথে সহমত প্রকাশ করি। ভাই এগিয়ে যান, শুভ কামনা হেন তেন। যাই হোক, অনেকে আবার এসব পোস্ট করে মেরিট না পাওয়ার জন্য আপসেট। আমি বলবো আপসেট হওয়ার দরকার নেই। কোয়ালিটি পোস্ট করেন, মেরিট পাবেন।
আমি কে হয়তবা এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান হয়তবা আমার নাই আর ক্রিপ্টো আমাদের দেশে এখনো সম্পূর্ণভাবে বৈধ না। তাই এনোনিমাস হিসেবেই নিজেকে রাখতে হয় তাই নিজের ব্যাক্তিগত পরিচয়ও দেওয়া উচিৎ না। তবে একটা কথা বলতে পারি যে আমি চাই সবাই তার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বড় হোক এটা তার প্রাপ্য।  কিন্তু যখন দেখি কেউ এমন কাজ করছে যে তার জন্য অন্য কারো ক্ষতি হচ্ছে বা পূরো লোকাল বোর্ড নিয়ে সমালোচনা হচ্ছে সেটার জন্য উচিত কথা বলতে আমি দ্বিধাবোধ করি না। বাংগালী হলো কাকের মতো খাইয়া সবসময় ঠোঁট মোছে তাই এদের নিয়ে ভালোকিছু করার চিন্তা করা বোকামি। কয়েকটা দেশ নতুন করে তাদের লোকাল বোর্ড পাইলো তাদের সবার প্রচেষ্টায় কারন তাদের মধ্যে আমাদের মতো স্বভাব ছিলো না। বাংলাদেশের জন্য হয়তোবা কোনোদিন লোকাল বোর্ড পাওয়া সম্ভব হবে না। আর এমন ভাবে চলতে থাকলে বোর্ডের জন্য আবেদনও করা যাবে না।
একজনের উদ্যোগে, একজনের চেষ্টায় ভালো কিছু করা সম্ভব না এখানে সবাই যদি একসাথে চেষ্টা না করে বা শুধুমাত্র নিজের স্বার্থ  নিয়ে পরে থাকে তাহলে যতদিন ফোরাম আছে এমনি থেকে যাবে এতে কোনো সন্দেহ নাই।