আপনার টি-শার্ট ডিজাইনের কথা জেনে একটা ব্যাপার জানার ইচ্ছে হলো। আপনি কি এম্যাজন কিন্ডেল নিয়ে কাজ করেন? যেটাকে কেডিপি বলা হয়ে থাকে। বিভিন্ন প্রকার বুক ডিজাইন, কালারিং বুক, লগ বুক ইত্যাদি। কেডিপি মার্কেট এ বই পাবলিশ করার ইচ্ছে ছিলো। প্রপার গাইড না থাকার কারনে কাজ করা হয়ে উঠেনি। আরেকটা পপুলার ক্যাটাগরির কাজ হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। এটা নিয়েও জানার ইচ্ছে ছিলো। তবে সবই যেহেতু গ্রাফিক্স রিলেটেড, তাই আপনার কাছে জানতে চাইলাম।
না ভাই আমার "অ্যামাজন কিন্ডল" নিয়ে বিস্তারিত জানা নাই। "প্রিন্ট অন ডিমান্ড" নিয়ে আমারও কাজ করার খুব ইচ্ছা আছে আমি লার্নিং-এ আছি। ভাই আমি মূলত অ্যামাজন এফিলিয়েট, এসইও, গ্রাফিক্স ডিজাইন, এগুলো নিয়ে কাজ করি। আর হ্যাঁ ভাই, আমার একটা টিমও আছে।
আপনাকে ইনবক্সে একটিভেশন কি দিয়েছি। একটিভ করে আমাকে জানাবেন কাজ হলো কি না। আমার জানামতে এই কি টা আরো অনেকবার ব্যাবহার করা যাবে।
আর হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ "ইনবক্সে একটিভেশন কি" পাঠানোর জন্য। আমি বাসায় গিয়ে একটিভ করে, কি রেজাল্ট হয়। আমি সেটা আপনাকে জানাবো, ইনশাআল্লাহ।