Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 21/06/2023, 14:53:16 UTC
উইনডোজ এর কোড যদি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে অনেক সফটয়্যার আছে যেগুলা ব্যাবহার করতে সমস্যা করে, তবে আপনি অরিজিনাল কোড পেয়ে থাকলে সেটা অবশ্যই ভালো, আমি যতোদুর জানি ডিজিটাল লাইসেন্স একটা "কেয়" মাত্র একটা পিসির সাথেই কানেক্ট করা যায়। সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে সেই মাদারবোর্ড যতোদিন থাকবে ইন্টারনেট কানেকশন দিলেই এক্টিভ হয়ে যাবে ।

আমিও এটাই জানতাম। তবে এই কি টা একটা ট্রাস্টেড সোর্স থেকে পেয়েছি। আর এটা কোনো ক্র্যাকিং সফটওয়্যার যেহেতু ব্যাবহার করা লাগে নাই, আশা করি কোনো সমস্যা হবে না। আমি এটা পিসি অনলাইনে রেখেই একটিভ করেছি। কোনো প্রকার সমস্যা ফেস করিনি। চলছে কয়েকদিন যাবৎ। আমিও কিউরিয়াস, একটা কি কিভাবে কয়েকটা ডিভাইসে একটিভ করা যায়।

ধন্যবাদ ভাই, আসলে আমি আগে লিংক এড করে পোস্ট করেছিলাম কিন্তু পরে কি মনে করে যেন এডিটিং করে আবার লিংক ডিলিট করে দিয়েছিলাম। এটাতে দেখতে পারেন ভাই https://ninjastic.space/post/62437159
দেখে আসছি ভাই। আশা করি কোনো সমস্যা হবে না। আমিও প্রথম পড়ার সময় মনে হয় আপনার সোর্স লিংক টা দেখেছিলাম। তবে সঠিক মনে করতে পারছি না।