Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 22/06/2023, 09:14:12 UTC
⭐ Merited by Bitcoin_people (1)
আমিও এটাই জানতাম। তবে এই কি টা একটা ট্রাস্টেড সোর্স থেকে পেয়েছি। আর এটা কোনো ক্র্যাকিং সফটওয়্যার যেহেতু ব্যাবহার করা লাগে নাই, আশা করি কোনো সমস্যা হবে না। আমি এটা পিসি অনলাইনে রেখেই একটিভ করেছি। কোনো প্রকার সমস্যা ফেস করিনি। চলছে কয়েকদিন যাবৎ। আমিও কিউরিয়াস, একটা কি কিভাবে কয়েকটা ডিভাইসে একটিভ করা যায়।
আর কেউ কি ব্যবহার করে দেখেছেন  কারো কম্পিউটারে  এটি use  করা গিয়েছে কিনা? গিয়ে থাকলে Learn Bitcoin ভাই  আমাকেও জিনিসটা একটু কচি করে PM এ পাঠিয়ে দিয়েন.  Wink নতুন  একটা ল্যাপটপ নিয়েছি এটা কাজে লেগে গেলে তো ভালোই ,  না হলে সেই  হ্যাকারদের করা ক্র্যাকার এর সাহায্যই নিতে হবে  আর যা মোটেও  নিরাপদ নয়।

ভাই আপনাকে ইনবক্সে একটিভেশন কি টা দিয়েছি। আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন। যেহেতু এটাতে কোন প্রকার সফটওয়্যার বা ক্র্যাকার ব্যাবহার করতে হচ্ছে না, আশা করি এটা একদম নিরাপদ। এই কি টা যেখান থেকে পেয়েছি, তারা বলছে এটা দিয়ে ২০০০ ডিভাইস একটিভ করা যাবে। যেহেতু তারা এটা অনলাইনে পাবলিশ করেছে, অলরেডি অনেক মানুষ হয়তো এটা একটিভ করে ফেলেছে। তাই বলতে পারছি না আর কতোগুলো ডিভাইস একটিভ করা যাবে। তবে আমি আমার ডিভাইস টা একটিভ করে নিয়েছি। মজার ব্যাপার হলো, এই কি গুলাই বিভিন্ন ফেসবুক পেজ বুস্ট করে ৩৯৯ টাকা করে সেল করা হয়। যারা শেয়ার করেছে, তাদের প্রশ্ন করেছিলাম। তারা বলেছে ভাই এগুলাই অনেকে টাকা দিয়ে বিক্রি করে থাকে। তবে যারা নেট এ একটিভ থাকে আর খোজ খবর রাখে, তারা হুদাই টাকা নষ্ট করবে কেনো?