Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 21/06/2023, 21:29:50 UTC
আমিও এটাই জানতাম। তবে এই কি টা একটা ট্রাস্টেড সোর্স থেকে পেয়েছি। আর এটা কোনো ক্র্যাকিং সফটওয়্যার যেহেতু ব্যাবহার করা লাগে নাই, আশা করি কোনো সমস্যা হবে না। আমি এটা পিসি অনলাইনে রেখেই একটিভ করেছি। কোনো প্রকার সমস্যা ফেস করিনি। চলছে কয়েকদিন যাবৎ। আমিও কিউরিয়াস, একটা কি কিভাবে কয়েকটা ডিভাইসে একটিভ করা যায়।
আর কেউ কি ব্যবহার করে দেখেছেন  কারো কম্পিউটারে  এটি use  করা গিয়েছে কিনা? গিয়ে থাকলে Learn Bitcoin ভাই  আমাকেও জিনিসটা একটু কচি করে PM এ পাঠিয়ে দিয়েন.  Wink নতুন  একটা ল্যাপটপ নিয়েছি এটা কাজে লেগে গেলে তো ভালোই ,  না হলে সেই  হ্যাকারদের করা ক্র্যাকার এর সাহায্যই নিতে হবে  আর যা মোটেও  নিরাপদ নয়।

বিটকয়েন গত সপ্তাহে ২৪ হাজার ডলারে পর্যন্ত স্পর্শ হয়েছিল। কিন্তু আমরা বর্তমান সময়ে বিটকয়েনের বাজার ২৯৭৮০ ডলার পর্যন্ত দেখতে পাচ্ছি তাহলে আমরা বিওয়ারিশ মার্কেট থেকে কিছুটা হলেও ষাঁড়ের বাজার এর দিকে অগ্রসর হচ্ছি।
আমি বিটকয়েন হালভিং ঘরি থেকে দেখতে পাচ্ছি চূড়ান্ত হালবিং পর্যন্ত ২৯৯ দিনের অপেক্ষামাত্র।
মার্কেটে এত কিছু হয়ে গিয়েছে আজকে খেয়ালই করিনি  কলেজের একটি ফাংশনে ব্যস্ত থাকায়  মার্কেটে ঢুকাই হয়নি ,  যাই হোক আপনার এই পোস্টটি দেখার পর তাড়াতাড়ি গিয়ে দেখলাম  অনেকটা স্বপ্নের মত লাগলো হুট করে একটা ভালো pump দিয়েছে. যাই হোক  আমার মনে হয় এতদিনের  যে ডাম্প  আমরা দেখলাম সেটা হয়তো   বিভিন্ন FUD  এবং বাইনান্সের  ইস্যুটির জন্য সাময়িক ভাবে দেখা গিয়েছিল। এখন  আশা করা যাচ্ছে যে কয়েন আবার তার নিজ ট্রাকে দৌড় দিতে চাচ্ছে। তাই যে যেভাবে পারেন অলস টাকাগুলো দিয়ে  বিটকয়েন কিনে রাখুন।

ফোনের চালু থাকা অপশনের মাধ্যমেই হতে পারে আপনার ওয়ালেট হ্যাক
আপনাকে ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য,  শুধু  এইসব ফোনের অপশন বা সেটিংসের  কথা নয়  আমি আরো কিছু এড করতে চাই যে,  আমরা যে  প্রায়সই  প্লে স্টোর থেকে নানান অ্যাপস ডাউনলোড করি  সেটা হোক বিনোদনের জন্য বা কোন কাজের জন্য  এই অ্যাপসগুলোও  দেখে শুনে ডাউনলোড দিবেন।  আর  এইসব  এপ্স এর মধ্যে যেগুলো  স্ট্রং  এক্সেসিবিলিটি এর জন্য পারমিশন চায় সেগুলো ইনস্টলই করবেন না।
আর সবাই  ফিসিং লিংক হতে না হলে আমার মত একবার ফিসিং লিংকে গেলে সব খাওয়াবেন।  একটা ডাউনলোড আর ক্লিকের মাধ্যমে  আমার  প্রায় দেড়শ ডলারের মতন  গায়েব হয়ে গিয়েছিল  পাশাপাশি ফেসবুক , ইনস্টাগ্রাম,  টেলিগ্রাম  আরো কয়েকটি সোশ্যাল মিডিয়ার সকল একাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল  তাই আগে থেকেই সাবধান হয়ে থাকা জরুরি



আমরা প্রতিনিয়ত কোন না কোন ওয়ালেট, তথ্য, পাসওয়ার্ড,ব্যাংকের যাবতীয় তথ্য,ব্যক্তিগত ইনফরমেশন ইত্যাদি চুরি বা হ্যাক হওয়ার খবর শুনে থাকি। অতি সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে Realme ফোনের সাহায্যে চীন ব্যবহারকারিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে চীনে পাঠিয়ে দিচ্ছে।
এই হীন কর্মকাণ্ড ফোনের একটি সেটিংসের মাধ্যমে করে থাকে ‌‌। যাদের ফোনে এই অপশনটি চালু আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলুন। অবশ্য এই অপশনটি ফোনে অটোমেটিক ভাবে আগেই চালু করা থাকে। এটা কিছু কিছু ফোনে Inhanced intelligent service নামে পরিচিত। এটি চালু করা থাকলে বন্ধ করে ফেলুন ‌
অপশনটি বন্ধ করতে আপনাকে আমাকে যা করতে হবে।

প্রথমে Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর Additional Setting যেতে হবে
যাওয়ার পর System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি Restart করুন।

আমার এই পোস্টটি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা বেশিরভাগ ইউজার ফোন ব্যবহার করে থাকি। আমাদের মত সাধারণ ছোট ছোট ইউজাররা সর্বদা ওয়ালেট হ্যাকের মত ঘটনার সম্মুখীন হচ্ছে।যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে মোবাইল ফোন ব্যবহার কারীরা একটু হলেও সচেতন হতে পারবে।

জাগোনিউজ২৪ এর প্রতিবেদন: https://www.jagonews24.com/m/technology/news/863336