Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Dimitri94
on 23/06/2023, 11:02:52 UTC
⭐ Merited by hugeblack (1)
উইনডোজ এর কোড যদি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে অনেক সফটয়্যার আছে যেগুলা ব্যাবহার করতে সমস্যা করে, তবে আপনি অরিজিনাল কোড পেয়ে থাকলে সেটা অবশ্যই ভালো, আমি যতোদুর জানি ডিজিটাল লাইসেন্স একটা "কেয়" মাত্র একটা পিসির সাথেই কানেক্ট করা যায়। সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে সেই মাদারবোর্ড যতোদিন থাকবে ইন্টারনেট কানেকশন দিলেই এক্টিভ হয়ে যাবে ।

আমরা বেশিরভাগ মানুষ পাইরেসি করা উইওন্ডোস ব্যাবহার করে অভ্যস্থ, আমরা বেশিরভাগ মানুষ ইউন্ডোস ব্যাবহার করি কিন্ত দোকান থেকে সিস্টেম সেটাপ দিয়ে নিয়ে আসি, আর দোকানদার গুলো পাইরেসি করা ইউন্ডোস দিয়ে দেয় আমাদেরকে এই কারনেও অনেক সময় আমরা হ্যাকিং এর শিখার হয়ে থাকি। আপনার সাথে আমিও একমত যে উইন্ডোস অফিসিয়াল না হলে অনেক সফটওয়্যার এর ফুল শুবিধা পাওয়া যায়না । প্রোফেশনাল এনিমেশনের কাজ করে তাদের জন্যে সমস্যা বেশি হয় ।
আমাদের দেশে মানুষ অল্প টাকা দিয়েই ব্যবহার করা যায় এমন সিস্টেমই পছন্দ করে। কাউকে যদি বলা হয় যে একটি ওপারেটিং সিস্টেম ক্রয় করতে হবে যার মুল্য 20,000 টাকা বা তার বেশি তাহলে আমার মনে হয় 90 শতাংশ ব্যবহারকারী সেই সিস্টেম ব্যবহার করবে না। হাতে গোনা করপোরেট লেভেলের কিছু মানুষ বা প্রতিষ্ঠান সেটি ব্যবহারের আগ্রহ প্রকাশ করবে। এই ক্ষেত্রে আমার একটি ঘটনা মনে পরল। 2002 সালে যখন প্রথম কম্পিউটার ক্রয় করেছিলাম তখন আমার ওপারেটিং সিস্টেম ছিল Windows 98। নতুন চালানো শিখছিলাম সেই সময় কোন কারনে আমার সিস্টেমটি ফল করে। আমি কম্পিউটারের দোকানে নিয়ে গেলে ইনস্টল করার জন্য 500 টাকা চার্য ধার্য করেছিলেন। তখন নতুন হিসেবে আমার কাছে সিস্টেম ইনস্টল করা বেশ কঠিন মনে হত। তাছাড়া আমার সেই বিষয় তেমন কোন ধারনাও ছিল না। আমি তখন তাদের কে যখন বললাম যে আমাকে এটা শিখিয়ে দেন তারা সেটি শেখাতে অস্বিকৃতি জানিয়েছিলেন। তারা বলেছিলেন এই ওপারেটিং সিস্টেম ক্রয় করতে হবে যার মুল্য অনেক বেশি সেটি শোনার পর আমি আর কখনই ওপারেটিং সিস্টেম ক্রয়ের কথা চিন্তা করিনি। সব সময়ই কপিরাইট করা ডিস্ক দিয়েই কাজ করতাম। সেই সময় আমাদের দেশে ইন্টারনেটের ব্যাপক ব্যাবহার ছিল না সেই সাথে হ্যাকারদের উৎপাত তেমন ছিল না এখন যতটা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময় এবং নিরাপত্তার স্বার্থে অবশ্যই আমাদের ওরিজিন্যাল সিস্টেম ব্যবহার করা উচিত যা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সাহযা করবে।