Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 27/06/2023, 10:39:10 UTC
⭐ Merited by BD Crypto (1)
---

কি দরকার ছিলো এতা চালাকি করার? এখন ব্যান খেয়ে গেলেন। সব সময় শর্ট কাট রাস্তা খোজা ভালো না। শর্টকাট রাস্তায় কেউ কানোদিন এগিয়ে যেতে পারেনি। চিটিং না করে ফোরামের রুলস মেনে চললে আজকে আপনাকে ব্যান হতে হতো না। যারা কপি পেষ্ট করছেন, অটো ট্রান্সলেট ব্যাবহার করছেন এবং অন্যান্য রুলস ভায়োলেট করছেন, তারা সাবধান হয়ে যান। নইলে আপনাদের পরিনতি এনার মতোই হবে।

স্পামিং সদস্যদের নিয়ে কিছু কথা,
বাংলা থ্রেডে সবাই আসে শুধু হাই , হ্যালো করতে। কিন্তু যদি এই ভাবে চলতে থাকে, তা হলে বাংলা থ্রেড ধলে পরবে। কেও আর বাংলা থ্রেডে আসতে চাইবে না। আমরা চেষ্টা করব আমাদের বাংলা থ্রেডকে সারা জীবন ধরে রাখতে এবং আমরা স্পামিং পোস্ট করা বন্ধ করব। একে অপরের সাহায্য করব। স্পামিং পোস্ট বাদ দিয়ে মূল যে বিষয় জানা দরকার সেটা লিখে পোস্ট করব।
আপনি যদি কোন স্প্যাম পোস্ট লক্ষ্য করেন সেই ক্ষেত্রে সেটিকে কোট করে আপনি এই উপদেশটি দিতে পারতেন। কোন কারণ ছাড়াই এ ধরনের পোস্টও মিনিংলেস পোস্টের মধ্যে পড়ে। আর এই বিষয়ে সাধারণত সব সময়ই সচেতন করা হয় যখনই কোন স্প্যাম পোস্ট দেখা যায়।
আইরোনিক্যালি উনি নিজেই ফোরাম রুলস ভায়োলেট করে কিছুক্ষন আগে ব্যান খেয়ে গেছেন। যদিও উনি অন্যদেরকে সাজেশন দিতে চাচ্ছিলেন যে স্প্যাম পোষ্ট করা যাবে না। উনি নিজেই এমন কিছু করে বসে আছে যেটা ফোরাম রুলস এর বাইরে।