Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 28/06/2023, 20:20:52 UTC
এরি ফাকে ছোট একটা  প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে চাই, যে Sign করা message  চেক করার ক্ষেত্রে কি ওই প্লাটফর্মি ব্যবহার করতে হয়,  যে প্ল্যাটফর্ম দ্বারা মেসেজটি Sign  করা হয়েছে? আমি কয়েকটা মেসেজ ভেরিফিকেশন করতে গিয়ে   ভেরিফিকেশন করতে পারলাম না,নাকি আমি নিজেই  সঠিক পদ্ধতি ,  বা কোন ভুল করতেছি এর জন্য  হয়নি  এটাও বুঝতেছিনা, পাশাপাশি মেসেজ ভেরিফিকেশন করার জন্য ভালো কোন ওয়েবসাইট  সাজেশন চাচ্ছি ?
Sign Message  বিষয়টা কি ভাই ?
 আমি আসলে জানতে চাচ্ছি এটার কাজ কি ?  মনে হয় ফোরামে  একটা পোস্ট দেখেছিলাম  সেখানে এটা করলে মেরিট দিত। আমাকে একটু বিস্তারিত বলবেন------
মেসেজ সাইনিং হচ্ছে  owner  যাচাই করার একটা পদ্ধতি,   যেমন ধরুন ব্যাংকে টাকা উঠাতে গেলে  বা কোন দলিলপত্র  ইত্যাদি তে মালিক যাচাই করার জন্য  আমরা যে সিগনেচার দেই।  এটা মূলত ডিজিটাল সিগনেচার।
আরেকটু সহজ করে বললেঃ
ধরুন এই  ওয়ালেটটি  bc1qf7w26caegj0kjxuf802dhnk0tn0sz5wlcaysre আমার,  এটা তো শুধু আমি দাবি করলে চলবে না। এটির জন্য তো আমার প্রমাণ দেখাতে হবে  এটি প্রমাণ করার জন্য মেসেজ সাইনিং   করা যায় এমন সফটওয়্যার ব্যবহার করে  আমার  এই  ওয়ালেটটির প্রাইভেট কি দ্বারা  অ্যাক্সেস করে মেসেজ ক্রিয়েট করতে হবে আর এই পদ্ধতিকে বলা হয়   মেসেজ সাইনিং । 
আর আপনি যে পোস্টটি দেখেছেন  Newbies  দের উৎসাহিত করার জন্য ।OgNasty এই  থ্রেডটি খুলেছিল [Merit] Hey Newbies! Can You Sign A Message?, যদিও আমি জানিনা টপ একটি এখন ডেড কিনা তারপরেও  আপনি চাইলে এখানে মেসেজ সাইন ইন করতে পারেন। 
আর যদি মেসেজ সাইন ইন করতে না পারেন তাহলে  এই টপিকটি ভিজিট করতে পারেন,  How to sign a message?! এখানে বিস্তারিত অনেক কিছু দেওয়া রয়েছে। আর যদি বুঝতে সমস্যা হয়  জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করবেন না।